এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দূষণমুক্ত কলকাতা উপহার দেওয়ায় সবথেকে বড় চ্যালেঞ্জ নতুন মেয়রের, নিচ্ছেন একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত

দূষণমুক্ত কলকাতা উপহার দেওয়ায় সবথেকে বড় চ্যালেঞ্জ নতুন মেয়রের, নিচ্ছেন একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত

কলকাতা পুরসভার মেয়র পদে বসেই একের পর এক অভিনব সিদ্ধান্ত নিচ্ছেন ফিরহাদ হাকিম। কদিন আগেই গাছ লাগালে যে করে কিছুটা ছাড় পাওয়া যাবে তা ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

আর এবার কলকাতা পুরসভার হটমিক্স সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছেন এই নতুন মেয়র। প্রসঙ্গত উল্লেখ্য, পাকা সড়ক তৈরির মূল উপাদানই হল এই হটমিক্স। বিটুমিন, পিচ গলিয়ে তৈরি করা এই পদার্থ সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতের এক নির্দেশের বন্ধ হয়ে যায়।

আর এহেন একটা পরিস্থিতিতে কলকাতা পুরসভার পামারবাজার এবং গোড়াবাজার এই দুই হটমিক্স প্রকল্পই বন্ধ হয়ে গেছে। আর এই হটমিক্স বন্ধ হয়ে যাওয়ার ফলে রাস্তা মেরামতি, পানীয় জল, নিকাশি ব্যবস্থার মতো পরিষেবাগুলিও প্রায় শিকেয় ওঠার জোগাড়। কিন্তু এভাবে আর কতদিন!

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই এবার এই পরিস্থিতি থেকে নিজেদের বের করতে কলকাতা পুরসভা পূর্ত দফতর এবং কেএমডিএ-র মত বাইরে থেকেই এই হটমিক্স আনার ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। সূত্রের খবর, শুক্রবার মেয়র পারিষদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে এরকমই এক সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পৌরসভার নতুন মেয়র।

এদিন বৈঠক শেষে তিনি বলেন, “যেহেতু আমরা আমাদের নিজস্ব দুটি হট মিক্স প্রকল্প চালাতে পারছি না, তাই কেএমডিএ বা পিডব্লুডির মতো টেন্ডার করা কোনো সংস্থাকে তার দায়িত্ব দেওয়া হবে। তারাই তৈরি করা হটমিক্স নিয়ে আসবে।”

অন্যদিকে ভাঙ্গড় এবং শিরাকোলে কলকাতা পৌরসভার এই দুটি হটমিক্স প্রকল্প গড়া যায় কিনা সেই ব্যাপারেও চিন্তাভাবনা শুরু করা হয়েছে বলে খবর। কিন্তু টেন্ডার করে বাইরে থেকে আনা হটমিক্সের গুণমান আদৌ ভালো হবে তো! তা নিয়ে সংশয় রয়েছেন পুরসভার একাংশ আধিকারিকেরাও।

এদিকে ইতিমধ্যেই পরিবেশ আদালতের রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে কলকাতা পুরসভা। ফলে সুপ্রিম কোর্টে যদি কলকাতা পুরসভাকে হট মিক্স প্রকল্পের ব্যাপারে সবুজ সংকেত দেয় তাহলে তা অত্যন্ত সুখকর হবে। আর যদি তা না হয় তাহলে এই টেন্ডার ডেকে আনা হট মিক্স আদৌ কতটা কাজে দেবে তা নিয়ে সন্দিহান অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!