এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মাথায় আছে মমতার ‘হাত’! আত্মপ্রকাশের সভাতেই দলীয় ‘বিরোধীদের’ দিকে চ্যালেঞ্জ এই হেভিওয়েট নেতার

মাথায় আছে মমতার ‘হাত’! আত্মপ্রকাশের সভাতেই দলীয় ‘বিরোধীদের’ দিকে চ্যালেঞ্জ এই হেভিওয়েট নেতার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একসময় তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলেও, মাঝে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। যার ফলে পাহাড় ক্রমশ অশান্ত হতে শুরু করে। আর তখনই বিমল গুরুংকে চাপে ফেলতে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বা রাজ্য সরকারের পক্ষ থেকে জিটিএর দায়িত্ব দেওয়া হয় তার বিরোধী গোষ্ঠীর নেতা বিনয় তামাংয়ের ওপর। কিন্তু সাম্প্রতিককালে সেই বিমল গুরুং আবার পাহাড় রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছেন।

যেখানে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকার কথা জানিয়ে দিয়েছেন তিনি। আর এর পরেই বিনয় তামাংয়ের অনুগামীরা এই ব্যাপারে আপত্তি করতে শুরু করেছেন। এতদিন তারা পাহারকে শান্ত করে রাখলেও কেন এখন বিমল গুরুংকে গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তারা। যদিও বা এই ব্যাপারে মধ্যস্থতা করে সেই বিনয় তামাং গোষ্ঠীর সঙ্গে বৈঠক করে তাদের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

পাহাড়কে নিয়ে যখন দোলাচলের সৃষ্টি হয়েছে, ঠিক তখনই এবার সেই পাহাড়ে সভা করে তার মাথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে পাল্টা বিনয় তামাং গোষ্ঠীর অনুগামীদের বার্তা দিতে চাইলেন সেই বিমল গুরুং বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, কিছুদিন আগেই বিনয় তামাং জানিয়েছিলেন, বিমল গুরুং পাহাড়ে এখন ক্লোজড চ্যাপ্টার। আর রবিবার কলকাতা থেকে ফিরে বিমল গুরুং জানিয়েছিলেন, যখন তার পাহাড়ে যাওয়ার ইচ্ছা হবে, তখন তিনি যাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে তাকে কে আটকায়, তাও তিনি দেখবেন বলে সেই বিনয় তামাংকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিমল গুরুং। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আবার নতুন করে পাহাড়ে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি হতে পারে। যা আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে ব্যাপক অসুবিধার মুখে ফেলতে পারে বলে দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, এদিন কলকাতা থেকে ফিরে নাম না করে বিনয় তামাংয়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিমল গুরুং। তিনি বলেন, “হু আর ইউ? পাহাড়ে আমার যখন ইচ্ছা যাব, যেখানে ইচ্ছা যাব। শিলিগুড়ি থেকে সাতদিন পর বাড়ি যাব। দার্জিলিঙে গিয়ে সভাও করব। কে কি করে দেখি। আমাকে আটকে দেখাও!” স্বাভাবিক ভাবেই যেভাবে পাহাড়ের বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বিনয় তামাং এবং তার অনুগামীদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিমল গুরুং, তাতে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

এদিন বিমল গুরুং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের 1700 কোটি টাকা জিটিএতে দিয়েছেন। তার পরেও শিক্ষা থেকে মিড-ডে-মিল, রাস্তা সব জায়গায় দুর্নীতি। হিসাব বুঝে নিতে হবে। পাহাড়ের টাকার হিসাব আমাদের চাই। দিদিকে বিষয়টা বুঝতে হবে। ওদের গাছে ভালো ফল নেই। লোকসভা ভোটে হারে। বিধানসভা উপনির্বাচনে হারে। মানুষ সব দেখছে। কাদের শক্তি কতটা।” অর্থাৎ বিমল গুরুং এই কথা বলে বুঝিয়ে দিতে চাইলেন বর্তমান বিনয় তামাং এবং তার গোষ্ঠীরা পাহাড়ের মাটিতে খুব একটা শক্তিশালী নয়।

আপনার মতামত জানান -

তাই বিমল বাবু একথা বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও কাছাকাছি যেমন পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন, ঠিক তেমনই বিনয় তামাং এবং তার অনুগামীদের কোণঠাসা করার চেষ্টা করলেন পাহাড়ের মাটিতে বলে দাবি করছেন একাংশ। এদিকে বিমল গুরুং যখন এই কথা বলছেন, তখন পাল্টা বিনয় তামাং পন্থী মোর্চার তরফ থেকে জানানো হয়েছে, সোমবার বিমল গুরুংয়ের খাসতালুক জামুনিতে সভা করবেন অনীত থাপা।

এছাড়াও আগামী 13 ডিসেম্বর শুকনা খেলার মাঠে জনসভা করবেন বিনয় তামাং। কিন্তু যেভাবে বিমল গুরুংয় নাম না করে তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, এই প্রসঙ্গে তারা কি বলবেন ? এদিন এই প্রসঙ্গে বিনয় তামাং বলেন, “এখনই কোনো মন্তব্য নয়। যা বলার পরে বলব।” তবে পাহাড়ে কেউ অশান্তি ছড়াতে চাইলে তারা কোনমতেই ছেড়ে কথা বলবেন না বলে জানিয়ে দিয়েছেন অনীত থাপা।

স্বাভাবিকভাবেই যেভাবে বিমল গুরুং পাহাড়ে সক্রিয় হওয়ার সাথে সাথেই বিরুদ্ধ গোষ্ঠীকে দেখেন আমার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং পাল্টা সভা করার কথা জানিয়ে দিলেন বিনয় তামাংয়ের গোষ্ঠী, তাতে পাহাড়ের পরিস্থিতি আবার উত্তেজনা প্রবণ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন এই দুই গোষ্ঠীর মধ্যেকার গন্ডগোল দমাতে এবং বনিবনা রক্ষা করতে শাসকদল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!