এখন পড়ছেন
হোম > জাতীয় > গোহত্যা ও গোসংরক্ষণ নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্য

গোহত্যা ও গোসংরক্ষণ নিয়ে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী এই রাজ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোহত্যা বন্ধ ও গোসংরক্ষণ নিয়ে বড়োসড়ো পদক্ষেপ নিতে চলেছে আসাম সরকার। আসাম থেকে বাংলাদেশে ব্যাপকহারে গরু পাচার হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে গো সংরক্ষণে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে আসাম সরকার। বাইরে থেকে আসামে যাতে গরু না আসে, সে ব্যাপারে যেমন কঠোর পদক্ষেপ নেয়া হবে। তেমনি পশুহত্যা বিরোধী আইনকে গুরুত্ব দিয়ে গোমাংস বিক্রিতে কঠোর নির্দেশ আনা হচ্ছে, নিয়ম ভঙ্গ করলে জরিমানা ও জেল খাটার মতো শাস্তি নেমে আসবে।

গো সংরক্ষণের ব্যাপারে একটি বিশেষ বিল আনতে চলেছে আসাম সরকার। যে বিলে জানানো হয়েছে যে, যে সমস্ত এলাকায় হিন্দু, শিখ, জৈন ধর্মাবলম্বী মানুষেরা বসবাস করেন সেই সমস্ত এলাকা ও কোন মন্দির বা ধর্মস্থানের ৫ কিলোমিটারের মধ্যে গো মাংস বিক্রি করা যাবেনা। নিয়ম ভঙ্গ করলে ৩ থেকে ৮ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও ৩ থেকে ৮ বছর পর্যন্ত জেল হতে পারে।
তবে, এই বিলে কৃষিকাজের ক্ষেত্রে গরু কেনাবেচার ওপর ছাড় দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষিকাজের জন্য গরু কেনাবেচাতে কোনরকম বিধিনিষেধ আরোপ করা হবে না। তবে নির্দিষ্ট বাজারের বাইরে কোন গরু কেনাবেচা করা চলবে না। এই বিলে জানানো হয়েছে যে, জেলার মধ্যে গরু চরানোর জন্য গরু কেনা, গরু লালন পালন করা, অথবা কৃষি কাজে ব্যবহারের জন্য গরু কিনতে গেলে কোন রকম অনুমতি নেওয়ার দরকার হবে না। নির্দিষ্ট বাজারে গরু কেনাবেচা করতে গেলেও কোনো অনুমতি নিতে হবে না।

তবে, বিল আনার আগেই তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছেন একাধিক রাজনীতিবিদ। আসাম বিধানসভায় এই বিল নিয়ে প্রবল বিরোধিতার সম্ভাবনা আছে। এই বিল বেশকিছু মানুষের দৈনন্দিন জীবনের ওপর আঘাত করতে পারে বলে, সরব হয়েছেন অনেকে। প্রসঙ্গত, পশুহত্যা বিরোধী আইন, ১৯৬০ কে গুরুত্ব দিয়ে এই বিল আনা হয়েছে। ইতিপূর্বে, গো সংরক্ষণের জন্য একাধিকবার বিভিন্ন বিল আসামে আনা হলেও এখনো পর্যন্ত সেরকম কোন বিল পাস হয়নি আসামে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!