এখন পড়ছেন
হোম > অন্যান্য > গোমূত্র নিয়ে সংসদে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের! করোনা আবহে ঘটল ‘কলঙ্কমুক্তি’? জানুন বিস্তারে

গোমূত্র নিয়ে সংসদে বড়সড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের! করোনা আবহে ঘটল ‘কলঙ্কমুক্তি’? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে কলঙ্কমুক্তি ঘটলো গোমূত্রের। নেপথ্যে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। আর যাতে আইনসভায় পাশ হওয়া একটি সার্টিফিকেট। কৃষিবিল পাশ, বিরোধীদের অধিবেশন বয়কট, আট সাংসদের সাসপেনশন, এতকিছুর মধ্যেও এবার জিত হল গোমূত্রের। তবে ব্যাপারটা শুনে নাক সিঁটকালেও আয়ুশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু এদিন ভালো খবরই পাওয়া গেছে। শুধু তাই নয়, আয়ুশ মন্ত্রকের আয়ুর্বেদ রিসার্চ কাউন্সিল, কেন্দ্রীয় আয়ুর্বেদ বিকাশ অনুসন্ধান পরিষদের তত্ত্বাবধানে পঞ্চগব্য ঘিয়ের উপর একাধিক পরীক্ষানিরীক্ষা হয়েছে বলেও জানা গেছে। যাদের মধ্যে ছিল সেফটি স্টাডি, বায়োলজিক্যাল স্টাডি, টক্সিসিটি স্টাডি। আর সবেতেই সসম্মানে উত্তীর্ণ হয়েছে গোমূত্রযুক্ত পঞ্চগব্য।

সম্প্রতি গোমূত্র, দই, দুধ, ঘি ও গোময় বা গোবর এগুলি দিয়েই নিয়মমেনে পঞ্চগব্য ঘি তৈরি করেছে গাজিয়াবাদের ‘ফার্মাকোপিয়াল ল্যাবরেটরি অফ ইন্ডিয়ান মেডিসিন’ নামের একটি প্রতিষ্ঠান। তবে প্রথমে এটি স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত কিনা সেই নিয়ে ধন্দ থাকলেও দিল্লির আরব্রো ফার্মাসিউটিক্যাল লিমিটেড উপাদান ও প্রোডাক্ট-এর গুনমান পরখ করেছে। ইমিউনিটি সংক্রান্ত ও টক্সিসিটি সংক্রান্ত গবেষণা করেছে মধ্যপ্রদেশের জবলপুরের ‘কলেজ অফ ভেটেরেনারি সায়েন্স ও অ্যানিম্যাল হাসবেন্ডারি ফার্মাকোলজি’ বিভাগ। আর এই সবক্ষেত্রেই একশো শতাংশ পেয়ে পাশ করেছে পঞ্চগব্য ঘি। আর যাতে ইমিউনোমডিউলেটর হিসাবে এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে। জানা গেছে, ক্লিনিক্যাল ট্রায়ালের সমস্ত প্রতিকুলতা এই গোমূত্র যুক্ত পঞ্চগব্য কাটিয়ে উঠেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন রাজ্য আয়ুর্বেদ পরিষদের সহ-সভাপতি থেকে শুরু করে আয়ুর্বেদ চিকিৎসক সকলেই বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রীর উত্তরে সংসদে শাপমুক্তি ঘটেছে গোমুত্র, পঞ্চগব্য ঘিয়ের। আর তাই এই দিনটি ঐতিহাসিক দিন। আয়ুর্বেদ শাস্ত্রজুড়েই পঞ্চগব্য ঘিয়ের উল্লেখ রয়েছে। মনোরোগ, জন্ডিস-সহ বহু রোগের চিকিৎসায় এর ব্যবহার উল্লেখিত আছে। দই, দুধ, ঘি, গোবর ও গোমূত্রের আলাদা ব্যবহারও কিন্তু রয়েছে আয়ুর্বেদে। এদিন এবিষয়ে সিসিআরএএস-এর ডিজিও একই কথা বলেছেন। যদিও মডার্ন মেডিসিনের চিকিৎসকরা এখনই গোমূত্রকে ‘পাশ’ করিয়ে দিতে রাজি নন। কারণ তাদের কথায়, সবে অ্যালবিনো র‌্যাটের উপর অ্যানিম্যাল ট্রায়াল হয়েছে। গোমূত্র নিয়ে আরও অনেক পরীক্ষা-নিরীক্ষা গবেষণার প্রয়োজন। মন্ত্রীর দেওয়া তথ্য সম্পূর্ণ নয়। রাজনৈতিক ফায়দা তুলতে কিছু মানুষ এর অপব্যবহার করতে পারেন।

তবে সেকথা বলে যে আনন্দের রেশ কমানো যাবে না, সেটা বলাই বাহুল্য। প্রসঙ্গত উল্লেখ্য, বিজ্ঞানের নিয়ম মেনেই অ্যালবিনো ইঁদুরের উপর এই আয়ুর্বেদিক ফমূর্লা প্রয়োগ করা হয়েছিল। সেখানে দেখা যায়, পঞ্চগব্যের প্রয়োগে ক্ষতি তো হয়নি, উপরন্তু উল্লেখযোগ্যভাবে ইঁদুরগুলির গামা গ্লোবিউলিন, নিউট্রোফিল, অ্যাডেসিন, অ্যাবসলিউট লিম্ফোসাইট কাউন্ট বেড়ে গেছে। যার জেরে লোকসভায় দুই বিজেপি সাংসদের কথার উত্তরে শোনা যায়, কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকেই গোহত্যা বন্ধ ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে বার বার দেশের রাজনীতি উত্তাল হয়েছে, গো সম্পদ রক্ষা করতে কেন্দ্র বর্তমান বিজেপি সরকার চালু করেছে রাষ্ট্রীয় গোকুল মিশন, রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। গোমূত্রের ব্যবহার নিয়েও রাজনৈতিকভাবে বহু সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে বিজেপিকে। বহুবার গোমূত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কিন্তু এদিন দেশের আয়ুর্বেদ মহল চুপ করিয়ে দিয়েছে সকলকে। যা নিয়ে স্বভাবতই খুশি আয়ুশ মন্ত্রক থেকে থেকে শুরু করে আয়ুর্বেদ চিকিৎসকরাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!