এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়া দখলের পিছনে কোন পরিকল্পনা তৃণমূলের? ফাঁস হলো জেনে নিন

গোয়া দখলের পিছনে কোন পরিকল্পনা তৃণমূলের? ফাঁস হলো জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গতকালই হাজির হয়েছেন গোয়াতে। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে হারানোর পর তৃণমূলের পক্ষ থেকে সর্বভারতীয় স্তরে মোদি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়। আর সেই অনুযায়ী তৃণমূল প্রথমেই পাশের রাজ্য ত্রিপুরার দিকে নজর দিয়েছিল। ত্রিপুরায় ইতিমধ্যেই তৃণমূল বিজেপির একাধিক সংঘর্ষ সংবাদ শিরোনামে এসেছে। ত্রিপুরা নিয়ে যখন টানাপোড়েন চলছে, ঠিক সেইসময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের পশ্চিমাঞ্চলের দিকে নজর দিয়েছেন। আর সেই সূত্রেই তিনদিনের জন্য তিনি গোয়া সফরে।

কার্যত শোনা যাচ্ছে, বাংলার সাফল্যের মডেলেই গোয়াতেও বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু বাংলায় মহিলা ভোট উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। গোয়াতে মোট ভোটার সংখ্যা 14 লাখের কাছাকাছি। আর তার মধ্যে 49 শতাংশ মহিলা ভোটার। কার্যত গোয়াতে বরাবরই মহিলা ভোটারদের ভোট দানের হার চোখে পড়ার মতো। আর এই মহিলা ভোটারদের নিজেদের দিকে টানতে পারলেই বাজিমাত করা যাবে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর এই পরিকল্পনা সফল করতে ময়দানে নেমেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সাংসদ মহুয়া মৈত্র, যিনি জাতীয় স্তরে পরিচিত মুখ তৃণমূল কংগ্রেসের। অন্যদিকে জানা গিয়েছে, কংগ্রেস থেকে বেশ কয়েকজন মহিলা নেত্রী গোয়াতে তৃণমূলে যোগ দিয়েছেন। সূত্রের খবর, গোয়াতে পৌঁছানোর পর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার সাধারণ মানুষের সঙ্গে, মৎস্যজীবীদের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে গোয়াতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিকে মোটেই গুরুত্ব দিতে রাজি নন গেরুয়া শিবির। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর নেতৃত্বে গোয়াতে যে উন্নয়নযজ্ঞ চলছে, তার ওপর মানুষের আস্থা রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি গোয়ার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে কেউ গোয়াতে যেতেই পারেন, কিন্তু যে উদ্দেশ্যে তৃণমূল গিয়েছে তা কখনোই সফল হবেনা। অন্যদিকে এরাজ্যে তৃণমূল নেতা মানস ভুঁইয়া দাবি করেছেন, গোয়ার মানুষ এতদিন পর্যন্ত কংগ্রেস কিংবা বিজেপিকে সুযোগ দিয়েছে। কিন্তু কেউই গোয়ার মানুষের জন্য বিশেষ কিছু করেননি। তাই এবার তাঁদের ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। আর সেই সূত্রে তৃণমূল গোয়ার ক্ষমতা দখল করতে উঠে পড়ে লেগেছে। স্বাভাবিকভাবেই যদি গোয়ার মতন ছোট জায়গাতে তৃণমূল যদি বাজিমাত করতে পারে, তাহলে অবশ্যই সর্বভারতীয় স্তরে তৃণমূল যে চর্চার শিরোনামে উঠে আসবে সে কথা বলাইবাহুল্য।

পাশাপাশি জাতীয় পরিষদে বিরোধী দল হিসেবে তৃণমূল নিজের বিশ্বাসযোগ্যতাও বাড়াতে পারবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অধিকাংশ। আর তাই তৃণমূলের মানচিত্রে গোয়া এখন বিশেষ জায়গা অধিকার করেছে। আর সেক্ষেত্রে গোয়ার মহিলা ভোটারদের গুরুত্ব যে অপরিসীম, তা অনস্বীকার্য। অন্যদিকে গোয়ার মাটি এত সহজে ছেড়ে দেবেনা বিজেপি, তাই সংঘাত অনিবার্য হয়ে উঠবে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। আপাতত গোয়ার রাজনৈতিক অভিমুখ কোন দিকে মোড় নিতে চলেছে সে দিকেই নজর থাকছে সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!