এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়াতে আরও রক্ষণশীল হচ্ছে বিজেপি সরকার? সামনে এল নতুন নির্দেশিকা

গোয়াতে আরও রক্ষণশীল হচ্ছে বিজেপি সরকার? সামনে এল নতুন নির্দেশিকা


গোয়ায় বিভিন্ন সামাজিক অপরাধ বেড়েই চলেছে দিনের পর দিন। জুয়া, ছিনতাই, শ্লীলতাহানি প্রায়ই উঠে আসে সংবাদ শিরোনামে। এসবের ওপর রাশ টানতে আগেই সক্রিয় ছিল গোয়া সরকার। এবার আরও কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে তারা বলে সূত্রের খবর।

এর আগে বন্ধ হয়েছিল প্রকাশ্যে মদ্যপান। এখন থেকে বন্ধ হতে চলেছে গোয়ার অন্যতম মূল আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলা। আগামী জানুয়ারী থেকে কার্যকর হবে এই নিয়ম বলে জানা গেছে। তবে এই নিয়ম শুধুমাত্র স্থানীয় যুবকদের জন্য। আগের মতই ক্যাসিনোয় গিয়ে জুয়া খেলতে পারবেন বিদেশী পর্যটকরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এই বাধানিষেধ চালু করার পিছনে গোয়া সরকারের উদ্দেশ্য হল স্থানীয় যুবকদের সামাজিক অবক্ষয় থেকে বাঁচানো বলে দাবি করা হয়েছে। ড্রাগ, মদের নেশা এবং জুয়ার পাল্লায় পড়ে স্থানীয় যুবক যুবতীরা বিভিন্ন বিপদে পড়ছেন এবং সর্বস্ব খুইয়ে অনেকেই সর্বস্বান্ত হয়ে পড়ছেন – এমনকি এর জেরে ঘটছে শ্লীলতাহানির মত নিন্দনীয় ঘটনাও।

সরকারি নির্দেশিকা অনুযায়ী, গোয়ার কোনও বাসিন্দাই আর সেখানকার কোনও ক্যাসিনোর খেলার জায়গায় যেতে পারবেন না। তবে যে সমস্ত গোয়ার বাসিন্দা ক্যাসিনো চালান তাঁদের বাণিজ্যিক কারণে ছাড় রয়েছে। প্রতি ক্যাসিনোয় একজন করে কমিশনার থাকবেন সব কিছুর তদারকির জন্যে। ফলে গোয়াতে আরো বেশি রক্ষণশীলতার মোড়কে নিজেদের নিয়ে যেতে চলেছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার বলেই অভিমত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!