এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়া নিয়ে বাড়ল চাপ! মমতার অস্বস্তি বাড়ালেন কেজরিওয়াল!

গোয়া নিয়ে বাড়ল চাপ! মমতার অস্বস্তি বাড়ালেন কেজরিওয়াল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2024 এর লোকসভা নির্বাচনের আগে দেশের বিভিন্ন রাজ্যে মাথা তুলে দাঁড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। নিজেদের বিজেপি বিরোধী শক্তি হিসেবে তুলে ধরতে একের পর এক রাজ্যে সংগঠন বাড়ানোর টার্গেট নিয়েছে তারা। ইতিমধ্যেই এই ব্যাপারে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে। এবার গোয়াতে তৃণমূল ক্ষমতা দখলের ব্যাপারে আত্মপ্রত্যয়ী হলেও, তাদের সঙ্গে পথ চলার ব্যাপারে নারাজ আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মূলত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্ক ভালো হলেও, গোয়াতে তৃণমূলের কোনো শক্তি নেই বলে জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। যার জেরে তৃণমূলের অস্বস্তি আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ এই ব্যাপারে একটি বিস্ফোরক মন্তব্য করেন আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, “গোয়াতে তৃণমূলের 1 শতাংশও ভোট শেয়ার নেই। মাত্র তিন মাস আগে তারা গোয়ায় এসেছে।” একাংশ বলছেন, এর ফলে স্পষ্ট হয়ে গেল যে, তৃণমূলের সঙ্গে একসাথে পথ চলতে চাইছে না আম আদমি পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের সম্পর্ক ভালো হলেও, একের পর এক রাজ্যে তৃণমূল গেলেও তিনি যে সেই ব্যাপারটা ভালো চোখে দেখছেন না, তা তার এই মন্তব্য থেকেই পরিষ্কার হয়ে গেল। যার জেরে জাতীয় রাজনীতিতে তৃণমূল ক্রমশ দুর্বল হয়ে পড়েছে বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!