এখন পড়ছেন
হোম > জাতীয় > গোয়া থেকে মমতা ব্যানার্জ্জী কি বার্তা দিলেন? জেনে নিন বিস্তারিত

গোয়া থেকে মমতা ব্যানার্জ্জী কি বার্তা দিলেন? জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এই মুহূর্তে সব থেকে বড় খবর গোয়ায় তিনদিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরনামা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া পৌঁছেছেন। যদিও গোয়া যাবার পরেই তিনি যে খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তা কিন্তু নয় বিমানবন্দর থেকে বেরোনোর পর তাকে রীতিমত পনেরো-কুড়ি জন মিলে কালো পতাকা দেখায় বলে জানা গিয়েছে যদিও তার কনভয় এসবে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত দেশের পশ্চিমাঞ্চলে গোয়ার দিকে তৃণমূল এই মুহূর্তে বিশেষ নজর দিয়েছে আগামী বছর গোয়াতে হতে চলেছে বিধানসভা নির্বাচন আর সেদিকে নজর দিয়ে গোয়ায় তৃণমূল তার সাংগঠনিক শক্তি বৃদ্ধির পথে।

আর সেই সূত্রেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোয়াতে শুধু তিনি এখন তার সঙ্গে একাধিক তৃণমূল হয়েছেন পাশাপাশি গোয়াতে চলছে তৃণমূলের যোগদান পর্ব। বৃহস্পতিবার থেকে তিনদিন গোয়া সফরে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে তার সকাল দশটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়েছেন তার রাজনৈতিক কর্মকাণ্ডের সূত্রপাত করতে ইতিমধ্যেই গোয়ার তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন রয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া থেকে এ রাজ্যের কন্যাশ্রী, লক্ষীর ভান্ডারের সুবিধার কথা তুলে ধরলেন।

কার্যত একুশের বিধানসভা নির্বাচনের আগে লক্ষীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায়। ভোট মেটার পর লক্ষীর ভান্ডার ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী গতিধারার কথাও বলেছেন যা বাংলায় চালু রয়েছে কার্যত আগামী দিনে তৃণমূল যদি গোয়ার ক্ষমতা দখল করতে পারে তাহলে গোয়ার উন্নয়ন প্রকল্পে মুখ্যমন্ত্রী এই পরিকল্পনাগুলি শামিল করবেন বলেই আজকে প্রতিশ্রুতি দেন। একই সাথে গোয়ার মৎস্যজীবীদের সঙ্গেও আজকে আলোচনায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত গোয়ার মৎস্যজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বলে গোয়ার বিজেপি সরকারকে রীতিমতো তুলোধোনা করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে বিজেপি সরকারকে উল্লেখ করে বলেন, বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন দল হিসেবে রয়েছে বিজেপি যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী তবে ভারতবাসী হিসেবে তিনি সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ বলে গোয়াবাসীদের সামনে বক্তব্য রাখেন। আগের সাথে মুখ্যমন্ত্রী বাংলার সাথে গোয়ার বেশ কয়েকটি বিষয়ে মিল তুলে ধরেন। গোয়া তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী সেখানকার সাংগঠনিক বিস্তার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে মুখ্যমন্ত্রী গোয়াতে পৌঁছে নিজেকে বহিরাগত বলে দূরে সরিয়ে রাখার পক্ষপাতী নন বরং তিনি নিজেকে গোয়ার অন্যতম মানুষ বলে নিজেকে পরিচয় করালেন। স্থানীয় ভাষায় সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা চালালেন তাঁর ম্যাজিকাল ম্যানারিজম দিয়ে দোয়ার মানুষের মন জয় করার বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তৃণমূল নেত্রীর পরিকল্পনা কতদূর সফল হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও বেশকিছু সময় আর ততদিন গোয়ায় তৃণমূল তাদের সাংগঠনিক শক্তি কতটা বৃদ্ধি করতে পারে সেদিকেই থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!