এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘গদ্দারের বাপ গদ্দারই হয়’ শুভেন্দুর কায়দাতেই শিশিরকে আক্রমণ তৃনমূলের! শোরগোল রাজ্যে!

‘গদ্দারের বাপ গদ্দারই হয়’ শুভেন্দুর কায়দাতেই শিশিরকে আক্রমণ তৃনমূলের! শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বছরের ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পরই তাকে গদ্দার, মীরজাফর বলে কটাক্ষ করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা এবং জনপ্রতিনিধিরা। সৌগত রায় থেকে শুরু করে কল্যান বন্দ্যোপাধ্যায়ের মত সাংসদরা এই ব্যাপারে শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। যার ফলে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তার পিতা তথা প্রবীণ রাজনীতিবিদ শিশির অধিকারীর পদক্ষেপকে কেন্দ্র করে তৈরি হয়েছিল জল্পনা।

অবশেষে সমস্ত জল্পনাকে কাটিয়ে রবিবার অমিত শাহের সভায় উপস্থিত থাকতে দেখা গেল কাঁথির তৃণমূল কংগ্রেসের সংসদ তথা বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারীকে। যেখানে বিজেপির উত্তরীয় নিয়ে গেরুয়া শিবিরের হয়ে লড়াই করার জন্য তিনি যে ময়দানে নেমেছেন, তা বুঝিয়ে দিলেন শিশিরবাবু। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, তখন তাকে যেভাবে গদ্দার বলে কটাক্ষ করেছিল তৃণমূল কংগ্রেস, সেই একই কায়দায় বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী বিজেপিতে যোগ দিতেই তাকেও আক্রমণ করতে শুরু করল ঘাসফুল শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবারে এগড়ায় বিজেপির নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। আর সেই সভাতেই বিজেপিতে যোগদান করেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারী। আর তারপরেই এই বিষয়ে শিশিরবাবুকে কটাক্ষ করতে শুরু করে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একাধিক নেতারা দাবি করতে শুরু করেছেন, গদ্দারের বাপ গদ্দারই হয়। মীরজাফরের বাপ মীরজাফর হয়। সেটার প্রমান হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ শুভেন্দু অধিকারী দলের সঙ্গে গদ্দারি করে বিজেপিতে গিয়েছেন বলে এতদিন দাবি করত তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার তার পিতাও বিজেপিতে যোগদান করার কারণে এই কথা তুলে ধরে এবার অধিকারী পরিবারকে কাঠগড়ায় দাঁড় করাতে শুরু করল ঘাসফুল শিবির। বিশেষজ্ঞরা বলছেন, শিশির অধিকারী তৃণমূলের প্রবীণ রাজনীতিবিদ।

ছেলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে অধিকারী পরিবারকে আক্রমণ করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার সেই শুভেন্দু অধিকারীর পিতা শিশির অধিকারী বিজেপিতে যোগ দিতেই তাকে সেই মীরজাফর, গদ্দার বলেও আক্রমনের রাস্তায় নেমে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!