এখন পড়ছেন
হোম > জাতীয় > সোনাপাচার কাণ্ডে ইডির হাতে ধরা পড়লেন অন্যতম শীর্ষনেতার ছেলে! ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসকদলের

সোনাপাচার কাণ্ডে ইডির হাতে ধরা পড়লেন অন্যতম শীর্ষনেতার ছেলে! ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসকদলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এবার বড়সড় অস্বস্তিতে পড়ল কেরালার শাসকদল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। জানা গেছে, কেরলের সিপিএমের রাজ্য সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণনের ছেলে বিনীশ কোডিয়ারিকে এবার গ্রেফতার করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে, অর্থনৈতিক তছরুপের নিরোধক আইনের ধারায় গ্রেফতার করা হয়েছে এই সিপিএম নেতার ছেলেকে। যেখানে তার বিরুদ্ধে মাদক পাচার চক্রকে টাকা যোগানোর মতো বিস্ফোরক অভিযোগ রয়েছে বলে খবর।

স্বভাবতই হাতে যখন আর কয়েক মাস বাকি কেরলের বিধানসভা নির্বাচনের, তখন সেখানকার শাসক দলের শীর্ষ নেতাদের এইভাবে গ্রেফতার হওয়ায় রীতিমত উত্তপ্ত সেখানকার রাজনীতি। ইতিমধ্যেই কেরলের বিরোধী দল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে সিপিএমের রাজ্য সম্পাদকের পদত্যাগ দাবি করা হয়েছে। যদিও বা এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই বলে দাবি করতে শুরু করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি।

প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার টানা জেরা করার পরে এই বিনীশ কোডিয়ারিকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, গত আগস্ট মাসে ব্যাঙ্গালোরের মাদক তদন্তের ভারপ্রাপ্ত সংস্থা এনসিবির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এক কন্নর অভিনেতা, অভিনেত্রী সহ বেশ কয়েকজন ব্যক্তিকে। এর মধ্যে একজনকে রেস্তোরাঁ খোলার জন্য টাকা দিয়েছিলেন এই বিনীশ কোডিয়ারি বলে অভিযোগ উঠেছে। আর সেই রেস্তোরাঁ থেকে মাদক পাচার হত বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা। স্বাভাবিক ভাবেই টানা জেরা করার পর এভাবে সিপিএম নেতার ছেলে গ্রেফতার হওয়ায় রীতিমত চাপে কেরলের শাসকদল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সিপিএমের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস এবং বিজেপি। এদিন এই ব্যাপারে কংগ্রেসের রমেশ চেন্নিতালা বলেন, “কেরলের মানুষের মাথা হেঁট হয়ে গেল‌। শাসকদল ও রাজ্য সরকার একযোগে রাজ্যে মাফিয়া কার্যকলাপ পরিচালনা করছে।” অন্যদিকে এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন বলেন, “এই অভিযোগের জবাব দেওয়ার দায় নৈতিকভাবে সিপিএমের নেওয়া উচিত।” কিন্তু তাদের দলের রাজ্য সম্পাদকের ছেলে যেভাবে এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত এবং গ্রেপ্তার হলেন, তাতে কি তিনি চাপে পড়লেন না! এদিন এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক বালকৃষ্ণ কোডিয়ারি বলেন, “আমার ছেলে দোষী প্রমাণিত হলে এবং তাতে মৃত্যুদণ্ডের বিধান থাকলে, তাই হোক। কিন্তু এতে দল জড়িত নয়।” একইভাবে এই ব্যাপারে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, “বালকৃষ্ণ বা দলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নিত। রাজ্য সম্পাদকের ছেলে কি করবেন, তার দায় দলের কিভাবে হবে!” তবে সিপিএমের পক্ষ থেকে এই ব্যাপারে যে কথাই বলা হোক না কেন, বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দলের রাজ্য সম্পাদকের ছেলে দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়ায় এখন ব্যাপক চাপে পড়েছে কেরল সিপিএম নেতৃত্ব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!