এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গঙ্গাসাগরে করোনা হবে না, প্রকাশ্যে এলো আজব তথ্য! অস্বস্তিতে রাজ্য!

গঙ্গাসাগরে করোনা হবে না, প্রকাশ্যে এলো আজব তথ্য! অস্বস্তিতে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা ভাইরাস যখন হু হু করে বাড়ছে, ঠিক তখনই রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা করার জন্য তৎপরতা গ্রহণ করতে দেখা যাচ্ছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দল থেকে শুরু করে বিশেষজ্ঞদের একাংশ। একদিকে রাজ্যে বিধিনিষেধ লাগু করা এবং অন্যদিকে এই মেলা করার অর্থ কি, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারকে এই ব্যাপারে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নোনা জলে করোনা ছড়ায় না, তাই সরকার গঙ্গাসাগর মেলা করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যেখানে তিনি লেখেন, “নোনা জলে নাকি করোনা ছড়ায় না! তাই সাগরমেলা করতে সরকার বদ্ধপরিকর। নিভৃতবাস কাটিয়ে নবান্নে এসে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পরামর্শ দিলেন, ঘরে বসে কাজ করার। সরকার ব্যস্ত গঙ্গাসাগর মেলার আয়োজনে।” একাংশ বলছেন, সুজন চক্রবর্তী কার্যত কৌতুক পোস্টের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বুঝিয়ে দিলেন যে, গঙ্গাসাগর মেলা এই সময় করা আদতে বিপদজনক। কিন্তু সরকারের কাছে হয়ত বা খবর রয়েছে যে, সেই মেলায় করোনা ছড়াবে না। আর সেই কারণেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে পরোক্ষে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করালেন এই হেভিওয়েট সিপিএম নেতা। যাকে কেন্দ্র করে রাজ্য সরকারের অস্বস্তি আরও বৃদ্ধি পেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!