এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গঙ্গাপ্রসাদের পর রাজ্যের হেভিওয়েট নেতার বিজেপি ত্যাগ, বিস্ফোরক অভিযোগে টালমাটাল গেরুয়া শিবির!

গঙ্গাপ্রসাদের পর রাজ্যের হেভিওয়েট নেতার বিজেপি ত্যাগ, বিস্ফোরক অভিযোগে টালমাটাল গেরুয়া শিবির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর থেকেই বিজেপিতে ভাঙ্গন তীব্র হয়েছিল। কিছুদিন আগেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করার পর সেই ভাঙ্গন আরও বৃদ্ধি পেতে শুরু করে। উত্তরবঙ্গের হেভিওয়েট বিজেপি নেতা গঙ্গাপ্রসাদ শর্মা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার দিনেই কার্যত হুঁশিয়ারি দেন মুকুল রায়। তিনি বলেন, “এবার বিজেপির শেষের শুরু হতে চলেছে।” আর মুকুলবাবুর সেই কথাই কি এবার বাস্তব রূপ নিচ্ছে?

এবার বিজেপি ত্যাগ করলেন রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং জেলা বিজেপির অন্যতম পর্যবেক্ষক ভাস্কর দে। শুধু বিজেপি ত্যাগ করাই নয়। সাথে সাথে বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া নিয়েও গেরুয়া শিবিরের শিবিরের বিরুদ্ধে মন্তব্য করে কার্যত অস্বস্তি বাড়িয়ে দিলেন হেভিওয়েট এই বিজেপি নেতা। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে পড়ে গেল গেরুয়া শিবির।

সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় জনতা পার্টি ত্যাগ করেন রাজ্য কমিটির সদস্য এবং দার্জিলিং জেলার পর্যবেক্ষক ভাস্কর দে। আর তারপরেই বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। ভাস্করবাবু বলেন, “বিধানসভা নির্বাচনে টাকার বিনিময়ে টিকিট বিক্রি করা হয়েছে। সারা বছর পরিশ্রম করেও যোগ্য নেতারা মর্যাদা পাচ্ছেন না।”

স্বাভাবিক ভাবেই রাজ্যের হেভিওয়েট নেতা এইভাবে দলত্যাগ করার ফলে আরও ব্যাকফুটে পড়ে গেল গেরুয়া শিবির। তাহলে কি এবার মুকুল রায়ের কথা সত্যি হতে চলেছে? ধীরে ধীরে ভাঙতে চলেছে ভারতীয় জনতা পার্টি? একাংশের মতে, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি 200 আসনের টার্গেট নিয়ে 77 টি আসন দখল করেছে। আর তারপরেই ঘরে-বাইরে বিজেপি নেতৃত্বকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তৃণমূল থেকে আসা নেতাদের টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অনেক নেতাই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে যারা সারা বছর ধরে পরিশ্রম করেছেন, কেন তাদের মূল্য দেওয়া হল না, তা নিয়ে বিভিন্ন জেলায় বিজেপি নেতৃত্বকে উদ্দেশ্য করে কর্মী-সমর্থকরা প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে রাজ্য কমিটির সদস্য ভাস্করবাবুর দলত্যাগ যথেষ্ট চাপের কারণ হয়ে দাঁড়াল ভারতীয় জনতা পার্টির কাছে।

স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য কমিটির হেভিওয়েট সদস্য এই সিদ্ধান্ত নেওয়ায় তিনি পরবর্তী সময়ে অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। জানা গেছে, দুই একদিনের মধ্যেই তিনি নতুন ঘোষণা করবেন। স্বাভাবিকভাবেই ভাস্করবাবুর তৃণমূলে যোগ দেওয়া এখন শুধু সময়ের অপেক্ষা বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকরা বলছেন, এটা বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির কারণ। দলের রাজ্য কমিটির সদস্য বিস্ফোরক অভিযোগ তুলে যেভাবে দলত্যাগ করলেন, তাতে আগামী দিনে দলে ভাঙ্গনের হিড়িক পড়ে যেতে পারে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। তাই এখন থেকেই যাতে রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব ভাঙ্গন আটকাতে পদক্ষেপ গ্রহণ করে, সেই ব্যাপারে দাবি জানাতে শুরু করেছেন দলের সিংহভাগ নেতা-কর্মীরা। সব মিলিয়ে গঙ্গাপ্রসাদ শর্মার পর ভাস্কর দের দলত্যাগি বিজেপির কাছে কতটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, ভাঙ্গন আটকাতে গেরুয়া শিবিরের পরবর্তী পদক্ষেপ কি হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!