এখন পড়ছেন
হোম > জাতীয় > গনি-গড়ে এবার কোন ফুল? মালদার কটি আসনে ফুটবে পদ্মফুল? দিল্লির চুলচেরা বিশ্লেষণে কি উঠে এল?

গনি-গড়ে এবার কোন ফুল? মালদার কটি আসনে ফুটবে পদ্মফুল? দিল্লির চুলচেরা বিশ্লেষণে কি উঠে এল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –এক সময় মালদহ জেলা কংগ্রেসের দখলে ছিল। গনি খানের নেতৃত্বে গোটা মালদহ জেলায় হাত শিবিরের পতাকা ছাড়া আর কোনো পতাকা দেখা যেত না। সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। কংগ্রেসের শক্ত ঘাঁটিতে যেমন ফুটেছে ঘাসফুল, ঠিক তেমনই গত লোকসভা নির্বাচনে এই মালদহ জেলার দুটি লোকসভা আসনের মধ্যে একটি আসনে ফুটে গিয়েছে পদ্মফুল। স্বাভাবিক ভাবেই বর্তমানে ভারতীয় জনতা পার্টি গত লোকসভা নির্বাচনে বিভিন্ন জেলা থেকে ব্যাপক সাফল্য পাওয়ার পর সামনে তাদের টার্গেট রেখেছে।

2021 এর বিধানসভা নির্বাচন দিল্লিতে বৈঠকে এই বিষয়ে ব্যাপক আলোচনা হয়েছে বলে খবর। আর এবার মালদহ জেলা থেকে ঠিক কত আসন আগামী বিধানসভা নির্বাচনে তাদের ঝুলিতে আসতে পারে, সেই ব্যাপারে বিজেপির মালদহ জেলা নেতৃত্বের কাছে সুনির্দিষ্টভাবে তথ্য জানতে চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঠিক কত আসন মালদহ জেলা থেকে বিজেপি পাবে কেন্দ্রীয় নেতৃত্ব? এই প্রশ্নের উত্তরে জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, মালদহে মোট 12 টি বিধানসভা আসন রয়েছে।

তার মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে 10 থেকে 11 টি আসন বিজেপির দিকে আসবে। তবে অনেকে আবার বলছেনহ বারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সুজাপুর এবং মালতিপুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বলে পরিচিত। তাই সেখানে সংখ্যালঘুদের সমর্থন পাওয়া কিছুটা হলেও অসুবিধা হতে পারে বিজেপির পক্ষে। তাই সেই 2 আসন বিজেপির হাতছাড়া হলেও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে মালদহের মত কংগ্রেসের শক্তিশালী এলাকায় এবং তৃণমূল যেখানে আবারও সাংগঠনিক পরিবর্তনের মধ্যে দিয়ে নিজেদের ভিতরে শক্তিশালী করতে চাইছে, সেখানে দিল্লিতে বৈঠকে যেভাবে জেলা বিজেপি নেতৃত্ব 12 টি আসনের মধ্যে 10 থেকে 11 টি আসন পাওয়ার কথা জানালহ তাতে রীতিমত উজ্জীবিত বিজেপি নেতা কর্মীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সত্যি সত্যিই যদি মালদহ জেলায় বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে এই সাফল্য পায় এবং গোটা রাজ্যের প্রতিটি জেলাতেই যদি তাদের এই সাফল্য দেখা যায়, তাহলে তাদের পক্ষে সরকার গড়া শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করছে বিজেপির ঘনিষ্ঠ মহল। তবে অনেকে আবার বলছেন, কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভালো সাজার জন্য জেলা বিজেপি নেতারা এই তথ্য দিয়েছেন। কিন্তু বাস্তবে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে অনেক নেতার বিরুদ্ধে নানা অভিযোগ অস্বস্থিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। তাই সেই সমস্ত সমস্যার সমাধান না করলে বিজেপির হাতের লক্ষ্মী পায়ে পড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ মন্ডল বলেন, “সম্প্রতি কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দিল্লিতে ডেকে পাঠিয়েছিল। আমি এবং সাংসদ খগেন মুর্মু রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতৃত্বের মুখোমুখি হয়েছিলাম। প্রতিটি নগর, মন্ডল, অঞ্চল এবং বুথ ধরে ধরে সেখানে আলোচনা হয়েছে। বিজেপি মালদহে কটি আসন জিততে পারে, কেন্দ্রীয় নেতৃত্ব তা জানতে চেয়েছিল। পর্যালোচনায় উঠে এসেছে, মালদহে 10 থেকে 11 টি আসনে আমাদের জয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, তাতে সবকটি আসন বিজেপি দখল করলেও অবাক হওয়ার কিছু নেই।” কিন্তু জেলা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে যে দাবি করেছে, তাতে যদি তা সত্যি হয় তাহলে তো কংগ্রেস এবং তৃণমূল কার্যত মুছে যাবে!

এদিন এই প্রশ্নের উত্তরে মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর বলেন, “বিজেপি আগামী নির্বাচনে দুটি আসনে ধরে রাখতে পারবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।” অন্যদিকে মালদহে বিজেপিকে কোনভাবেই খুঁজে পাওয়া যাবে না বলে দাবি করেছেন জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম। তবে জেলা বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ব্যাপারে তথ্য জমা দিলেও, এখন বাস্তব এই তথ্যের সঙ্গে মেলে কিনা, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!