এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “গণতন্ত্রের জয় হোক” টুইটে বার্তা বাবুলের!

“গণতন্ত্রের জয় হোক” টুইটে বার্তা বাবুলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার মহাযুদ্ধ শেষ হয়েছে বৃহস্পতিবার। হাতে আর মাত্র দুই দিনের অপেক্ষা। তারপরেই নবান্ন কারা দখল করতে চলেছে, তা সামনে চলে আসবে। এদিকে ভোট শেষ হতে না হতেই বিভিন্ন এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। তবে প্রতিটি এক্সিট পোল যে বরাবর সত্যি হয়ে এসেছে, এমনটা নয়। তাই সেদিক থেকে বাংলার মানুষের মনে এখন দুটি প্রশ্ন ঘোরাঘুরি করছে। যার মধ্যে অন্যতম, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, এবং এবার বাংলায় পদ্মফুল ফুটবে, নাকি ফের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ইতিমধ্যেই এই নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূল যেমন এবার ক্ষমতায় ফেরবার জন্য নিজেদের কর্মীদের বেশি করে মাঠে ময়দানে নামিয়ে দিয়েছিল, ঠিক তেমনই বিজেপিও রাজ্যে পরিবর্তন করতে চেষ্টার কোনো রকম খামতি রাখেনি। আর এই পরিস্থিতিতে অষ্টম দফার নির্বাচন শেষ হতে না হতেই একটি টুইট করে “গণতন্ত্রের জয় হোক” বলে মন্তব্য করলেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি টুইট করেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়। যেখানে তিনি লেখেন, “গণতন্ত্রের জয় হোক। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটারদের গণতন্ত্রের এই উৎসবে শামিল হওয়ার জন্য এবং প্রত্যেক বিজেপির কার্যকর্তা, যারা পার্টির প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেককে আমাদের হৃদয় থেকে ধন্যবাদ। গণতন্ত্রের জয় হোক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, এবারের নির্বাচনে প্রতিটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজেদের মত করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। করোনা ভাইরাস এবং গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে নিজের দলকে ভালো ফল করাতে কোনো দলের কর্মী-সমর্থকরাই খামতি রাখেনি। নির্বাচনী ফলাফল কি হবে, তা সময় বলবে। কিন্তু তার আগে ভোট শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই জনতা জনার্দন এবং কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে “গণতন্ত্রের জয় হোক” বলে টুইট করলেন বিজেপির বাবুল সুপ্রিয়। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের একাংশ বলতে শুরু করেছেন, বিজেপি কার্যত নিশ্চিত এবার তারা রাজ্যে ক্ষমতা দখল করছে। এক্ষেত্রে নির্বাচনী প্রচারে বারবার বাংলার গণতন্ত্র অটুট রাখতে গেলে বিজেপিকে সমর্থন করতে হবে বলে দাবি করতে দেখা গেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বিজেপির সুপারস্টার প্রচারকদের। বৃহস্পতিবার ছিল বাংলার শেষ দফার নির্বাচন। তাই সেই নির্বাচন প্রক্রিয়া মিটে যেতে না যেতেই টুইটে গণতন্ত্রের জয় হোক বলে জনতা জনার্দন এবং দলের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করলেন বাবুল সুপ্রিয়। এখন গণতন্ত্রের জয় আগামী 2 মে কোন দলের অন্দরে হাসি ফোটায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!