এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শীঘ্রই 15 হাজার শিক্ষক নিয়োগে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কাউন্সিল – জানুন বিস্তারিত

শীঘ্রই 15 হাজার শিক্ষক নিয়োগে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে কাউন্সিল – জানুন বিস্তারিত

অবশেষে চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর এলো। সূত্রের খবর, উচ্চমাধ্যমিকের প্রায় 600 শিক্ষক পদের জন্য আগামী মঙ্গল এবং বুধবার স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং করাতে চলেছে। যেখানে আজই সেই শূন্যপদের বিস্তারিত তালিকা দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে এসএসসি কর্তৃপক্ষের তরফে।

কিন্তু ইতিমধ্যেই যেখানে তিনটি কাউন্সেলিং হয়ে গিয়েছে, সেখানে তার পরেও উচ্চমাধ্যমিকের শিক্ষকের মতো চাকরিতে 600 পদ ফাকা থেকে যাওয়া রীতিমত অবাক করছে অনেককে। কেন এই লোভনীয় চাকরিতে এত পদ ফাঁকা হয়ে গেল! আর যার কারণে আবার কাউন্সেলিং করতে হচ্ছে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের দাবি, বেশকিছু কর্মরত শিক্ষক নতুন চাকরিতে যোগ দিতে অসম্মতি প্রকাশ করার কারণেই এত বেশি শূন্য আসন থেকে গিয়েছে। তবে তারা আশাবাদী, শেষ দফায় আর এই সমস্যা হবে না। কিন্তু কর্মরত শিক্ষকরা নতুন চাকরিতে যোগ দিয়েই তাদের বেসিক পে স্কেল পেতে শুরু করেছিলেন। ফলে সেক্ষেত্রে একটা ভয় তাদের কাজ করছিল। আর তাই তারা নতুন চাকরিতে যোগ দেওয়ার ভরসা পাননি।

কিন্তু রাজ্য সরকারের তরফে বর্তমানে সেই সমস্যা মিটিয়ে দেওয়ায় বেশকিছু কর্মরত শিক্ষক এতে আগ্রহী হতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কর্মরতরা যাই করুন না কেন, বেকার প্রার্থীদের কাছে এটা শেষ সুযোগ হওয়ায় তাদের আগ্রহ যে তুঙ্গে থাকবে, সেই ব্যাপারে নিশ্চিত কর্তৃপক্ষ। এদিন এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন, “আমরা এক মাসের মধ্যে প্রথম এবং দ্বিতীয় কাউন্সেলিং করিয়ে দিয়েছিলাম। এটা এসএসসির ইতিহাসে রেকর্ড। আমাদের সব কাজ দ্রুত এগোচ্ছে। প্রধান শিক্ষকদেরও কিছু শূন্য পদ রয়েছে। তৃতীয় কাউন্সেলিং করে সেটা শেষ করব। এরপরে নবম এবং দশম শ্রেণীর কাউন্সেলিং করানো হবে।” পাশাপাশি পুজোর আগেই অন্যান্য নিয়োগ প্রক্রিয়া এবং উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী এসএসসির চেয়ারম্যান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!