এখন পড়ছেন
হোম > জাতীয় > লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর – জানুন বিস্তারিত

লোকসভা নির্বাচনের আগে সরকারি কর্মীদের জন্য জোড়া সুখবর – জানুন বিস্তারিত

এবার সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের জোড়া সুখবর দিল মোদী সরকার। জাতীয় পেনশন প্রকল্প বা এনপিএসে কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ (কনট্রিবিউশন) চার শতাংশ বৃদ্ধি হল। আবার কর্মীদের জমা অর্থ তোলার সময় তা আয়কর মুক্তও করতে নয়া উদ্যোগ কেন্দ্রীয় মন্ত্রীসভার।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় পেনশন প্রকল্পে সরকারের দেওয়া অর্থ ১০% থেকে বাড়িয়ে ১৪% করা হল। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

আগামী অর্থবর্ষ থেকে এই নয়া সুবিধা পেতে পারেন কর্মীরা, এমনটাই মনে করা হচ্ছে। কর্মচারীদের সুবিধার কথা মাথায় রেখেই এনপিএস-এ ওই পরিবর্তন আনা হয়েছে, এমনটাই জানালেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একইসঙ্গে মোট সঞ্চিত রাশির ৬০% তুলে নেওয়া যাবে বলেও জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। পুরনো নিয়ম অনুযায়ী, আগে এনপিএস অ্যাকাউন্ট থেকে যখন তখন টাকা তোলা যেতো না। কিন্তু নয়া বিধি চালুর ফলে ৬০% পর্যন্ত অর্থ প্রত্যাহার বা যে কোনোসময়ে ওই স্কিম থেকে বেরিয়ে যেতে পারবেন কর্মীরা। এর জন্যে তাঁদের বাড়তি কোন কর দেওয়ার সমস্যায় পড়তে হবে না।

আগে কর্মীরা অবসরের সময় ৪০% অর্থ তুলতে পারতেন। সেটা আরো ২০% বৃদ্ধি পেল। অর্থাৎ, যদি কেউ অর্থ না তুলে পুরোটাই জমা রাখেন, তাহলে পেনশনের পরিমান শেষ বেতনের ৫০%-এরও বেশি হবে। অন্যদিকে, এনপিএস-এ কর্মীদের দেওয়া ১০% অর্থ, ৮০ সি ধারায় আয়কর মুক্ত হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রক। প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে চালু হওয়া এই পেনশন স্কিমে এতদিন কেন্দ্রের সরকার কর্মীদের মূল বেতনের ১০% করে কনট্রিবিউট করত।

কিন্তু এবার সেটা বেড়েই ১৪% হওয়ায় সুবিধা বেশি হল কর্মচারীদের। এর জন্যে, ২০১৯-২০ এর আর্থিক বছরে সরকারের ২ হাজার ৮৪০ কোটি টাকা বাড়তি খরচ হবে বলেই জানা যাচ্ছে। প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে সর্বজনীন করা হয় এনপিএস-কে – অর্থাৎ, ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনো ভারতীয় এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন , অবসরকালীন সুবিধার জন্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!