এখন পড়ছেন
হোম > রাজ্য > সুখবর অধ্যাপকদের জন্য,মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু বদলির প্রক্রিয়া

সুখবর অধ্যাপকদের জন্য,মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু বদলির প্রক্রিয়া

বিধানসভায় বিলের পরেই এবার রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক বদলির প্রক্রিয়া শুরু হয়ে গেল৷
উচ্চশিক্ষা দফতর থেকে আসা খবর অনুসারে, রাজ্যের বেশ কিছু কলেজে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অধ্যাপক আছেন। আবার কোথাও অধ্যাপকের সংখ্যা অত্যন্ত কম। নতুন ‘ওয়েস্টবেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন) অ্যাক্ট ২০১৭’ আইনের বলে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের এই বৈষম্য দূর করার তৎপরতা শুরু হয়েছে৷ প্রথমধাপে কলেজগুলিতে কোথায় অধ্যাপক বেশি আছে, আবার কোথায় কম রয়েছে সেই তালিকা তৈরি করা হচ্ছে৷ তালিকা তৈরির পরই শুরু হয়ে যাবে বদলি প্রক্রিয়া৷ নয়া এই আইনে বদলির পাশাপাশি অধ্যাপকদের মিউচুয়্যাল ট্রান্সফারের সংস্থানও করা রয়েছে৷
এই বিষয়কে অধ্যাপক সংগঠন ‘ওয়েস্টবেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনে’র তরফে স্বাগত জানানো হয়েছে। যদিও সিপিএমের আশঙ্কা যে বদলি প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতে পারে৷
এবার এই নতুন আইনে রাজ্যের কলেজগুলিতে কি প্রভাব পড়বে সেটাই দেখার৷

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!