এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে লিফলেট প্রকাশ করল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল

শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর নিয়ে লিফলেট প্রকাশ করল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল

প্রায় ৭২হাজার শিক্ষক নিয়োগ সহ অনেকগুলি সুখবর নিয়ে একটি লিফলেট প্রকাশ করল ‘পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেল৷’ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই লিফলেটটি। এই লিফলেট এ লেখা আছে যে চলতি শিক্ষাবর্ষে রাজ্যে আরও প্রায় ৭২হাজার শিক্ষক নিয়োগ করা হবে। প্রাথমিক, উচ্চসুখবরপ্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকস্তরে স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ করবে। ওই লিফলেটে আরো কয়েকটি বিষয়ে লেখা আছে। সেগুলি হলো :-

১. চলতি শিক্ষাবর্ষ থেকে কর্মজীবনে মেডিক্যাল লিভ নেওয়ার উর্দ্বসীমা (৩৬৫ দিন) তুলে দেওয়ার কথা চলছে।

২. রাজ্যে ষষ্ঠ পে কমিশন কার্যকরী হতে চলেছে বর্তমান অর্থবর্ষেই।

৩. ১৮ শতাংশের বেতন বৃদ্ধি হতে পারে ‘ষষ্ঠ বেতন কমিশন চালু হলে।

৪. বর্তমান অর্থবর্ষে ১৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা হচ্ছে।

৫. পার্শ্ব শিক্ষকদের ১০ শতাংশ বেতন বৃদ্ধি করার কথা হচ্ছে।

৬. শিক্ষিকাদের ৭৩০ দিন ও শিক্ষকদের ৩০ দিন চাইল্ড কেয়ার লিভ দেবার কথা হচ্ছে।

৭. পারিবারিক ভ্রমণের জন্য LTC-র সুবিধা দেওয়ার কথা হচ্ছে।

৮. পারিবারিক চিকিৎসার জন্য ESI স্কিম দেওয়ার কথা হচ্ছে।

৯. এরিয়ার বিল অনুমোদন করা হবে।

১০. পেনশন ভাতা বৃদ্ধি করার কথা হচ্ছে।

১১. পেনশনের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছে৷

ওই লিফলেটে শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিবের ছবি ও ‘পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষা সেলে’র নাম রয়েছে। তবে এই লিফলেটের সত্যতা কতটা তা জানা যায়নি। অবশ্য এই নিয়ে মিশ্র পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে যে এটা সত্যি ,আবার কেউ কেউ বলেছন এটা পঞ্চায়েত ভোটার আগে শুধুই রটনা।এই লিফলেটটি আদৌও শাসকদলের তরফে প্রকাশ করা হয়েছে কি না, সে বিষয়ে কিছুই জানা যায়ননি৷ এটি সম্পূর্ণ সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানো লিফলেটের ভিত্তিতে লেখা। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই লিফলেটের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!