এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > গড়বেতার সভা থেকে পূর্বদলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী

গড়বেতার সভা থেকে পূর্বদলকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাঁথি, মহিষাদল, ঝাড়গ্রামের পর আজ গড়বেতার সভা থেকেও শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। আজ ছোট আঙারিয়া দিবস উপলক্ষে গড়বেতায় সভা করলেন শুভেন্দু অধিকারী। আজকের দিনে ছোট আঙারিয়া দিবস উপলক্ষে প্রতিবছর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গরবেতায় সভার আয়োজন করে তৃণমূল। এবছরও শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সভা আয়োজিত হল। সভায় প্রধান বক্তা শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত হয়েছেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুণার হেমব্রম। এই সভা থেকে অল্প দূরেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত হল আরেকটি সভা ছোট আঙারিয়া দিবস উপলক্ষে। যে সভায় উপস্থিত হলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভুঁইয়া।

গরবেতা সভায় যোগদান করেই পূর্বদল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন একদিনে যদি দুটো সভা হয়, তবে মানুষ দেখতে পাবেন বিজেপির সভাতে কতজন লোক এসেছেন? আর তৃণমূলের সভাতে এসেছেন কতজন? শুভেন্দু অধিকারী জানালেন যে, গত ২০১১ সাল পর্যন্ত শহীদ বেদিতে মাল্যদানের সময় পাওয়া যায় নি। তখন যারা ঘরে ঢুকে গিয়েছিলেন, তাদের অক্সিজেন দিয়েছিলেন তিনি। আজ তাঁরা ভাঙ্গা সাইকেল ছেড়ে গাড়ি ব্যবহার করছেন। তাঁদেরই হাতে দেখা যাচ্ছে দামি ঘড়ি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গড়বেতার এই সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন যে, যেখানে তিনি সভা করেছেন, সেখানেই পাল্টা সভা করছে তৃণমূল। তিনি জানালেন এই রাজ্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে না দিলে রাজ্যের অগ্রগতি সম্ভব হবে না। তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে, বিজেপির সঙ্গে তাঁর ডিল হয়েছে। তিনি জানালেন, বিজেপির সঙ্গে তাঁর তার ডিল হয়েছে বেকারদের চাকরি দিতে, প্রতিবছর এসএসসি পরীক্ষা নিতে। নয়াকৃষি বিলের বিরুদ্ধে শাসক দল তৃণমূলের অবস্থানকে কটাক্ষ করে তিনি জানালেন যে, যারা এই আইনের বিরুদ্ধে বড় বড় কথা বলছেন, তারা আইনটাই ভালো করে পড়ে দেখেন নি। রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্প সম্পর্কে জনগণকে তিনি জানালেন যে, স্বাস্থ্যসাথীর ফাঁদে পা না দিতে। কেন না এতে কিছুই পাওয়া যাবে না।

শুভেন্দু অধিকারী জানালেন যে, ২০১৯ এর ভোটে হাফ হয়ে গিয়েছিল, আর এবারের ভোটে সাফ হয়ে যাবে তৃণমূল। তিনি জানালেন, সবুজ সাথী প্রকল্পের সাইকেল থেকেও কাটমানি নেয় তৃণমূল। তিনি জানালেন, তাঁর সঙ্গে বিজেপির ডিল হয়েছে পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধার করার। তিনি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রীকে তুই-তোকারি করা হয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে গাড্ডা বলা হয়েছে। এমন সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করবেন তাঁরা। তিনি অভিযোগ করেছেন, তোলাবাজ ভাইপো সব কিছুতেই কমিশন নিয়ে থাকেন।

আজকের সভা থেকে শুভেন্দু অধিকারীর শাসকদল তৃণমূলকে ছিন্নমূল বলে তীব্র কটাক্ষ করলেন। তৃণমূলকে তিনি কটাক্ষ করলেন আম্ফানের টাকা ঝাড়া, বালি খাদানের টাকা ঝাড়া দল বলে। তিনি জানালেন যে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই কাটা ফুটেছে তৃণমূলের। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী যদি না দেখতেন, তবে মুখ্যমন্ত্রীর (মাননীয়ার) এই দলটাই উঠে যেত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!