এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গরহাজির থাকায় চরম মূল্য চোকাতে হতে পারে ছত্রধরকে, বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এনআইএ!

গরহাজির থাকায় চরম মূল্য চোকাতে হতে পারে ছত্রধরকে, বড়সড় পদক্ষেপ নিতে চলেছে এনআইএ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম সরকারের সময় জনসাধারণ কমিটির নেতা হিসেবে শ্রীঘরে বন্দী হতে হয়েছিল তাকে। তারপর বহুদিন সময় কেটে গিয়েছে। অবশেষে কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর শ্রীঘর থেকে মুক্তি পাওয়ার পরই তৃণমূলের পক্ষ থেকে তাকে গুরুত্বপূর্ণ জায়গা দেয়া হয়েছে। জঙ্গলমহলের সংগঠনের দিকে নজর দিতে শুরু করেছেন সেই ছত্রধর মাহাতো।

কিন্তু এবার সেই ছত্রধর মাহাতোর অস্বস্তি কিছুদিন আগে থেকেই বাড়তে শুরু করে। যেখানে লালগড়ের ধরমপুরে 2009 সালে সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় সেই ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে এবার অসুস্থতার কারণ দেখিয়ে সেই মামলায় জেরা পর্বে ছত্রধর মাহাতোর অনুপস্থিতি তাকে চাপে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, এই মামলায় ইতিমধ্যেই ছত্রধর মাহাতোর আইনজীবীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাই অসুস্থ থাকার জন্য তাকে একটু সময় দেওয়া হোক। কিন্তু মামলার জেরা পর্বে গরহাজির থাকার জন্য তৃণমূল নেতা ছত্রধর মাহাতোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন এনআইএ। যার জেরে ছত্রধর মাহাতো অনেকটাই বেকায়দায় পড়তে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সোমবার কলকাতার এনআইএর বিশেষ আদালতে এই ব্যাপারে এনআইএর পক্ষ থেকে আবেদন জানানো হয়। কিন্তু যদি ছত্রধর মাহাতোর বিরুদ্ধে আবার মামলা হয়, তাহলে তো এই তৃণমূল নেতা আবার চাপে পড়তে পারেন! যার জেরে শাসক দল এই জঙ্গলমহল এলাকায় অস্বস্তিতে পড়বে বলেও দাবি করছে রাজনৈতিক মহল।

এদিন এই প্রসঙ্গে ছত্রধর মাহাতোর আইনজীবী বলেন, “ছত্রধর করোনা আক্রান্ত ছিলেন। পাশাপাশি এই করোনা পরিস্থিতিতে ঝাড়গ্রাম থেকে কলকাতার আদালতে আসা তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ পরিবহনের সমস্যা রয়েছে। সেই কারণে আসতে পারা যাচ্ছে না।” কিন্তু এতসব সত্ত্বেও যেভাবে এনআইএর পক্ষ থেকে সেই ছত্রধর মাহাতোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতে দ্বারস্থ হতে দেখা গেল, তাতে গোটা পরিস্থিতি নিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে। সব মিলিয়ে এনআইএর পক্ষ থেকে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালতের দ্বারস্থ হলেও, গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!