এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > “গোর্খাদের সঙ্গে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল দিনের পর দিন অন্যায় করে চলেছে।” – বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

“গোর্খাদের সঙ্গে কংগ্রেস, সিপিএম ও তৃণমূল দিনের পর দিন অন্যায় করে চলেছে।” – বিস্ফোরক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ দার্জিলিংয়ের জনসভায় যোগদান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দার্জিলিংয়ের জনসভা থেকে তিনি জানালেন যে, দার্জিলিং দেশের সুন্দর শহরের মধ্যে একটি। মাদ্রাজের পর প্রথম মিউনিসিপালিটির মর্যাদা পেয়েছিল দার্জিলিং। কিন্তু, স্বাধীনতার পর কংগ্রেস, সিপিএম, তৃণমূল দার্জিলিংয়ের উন্নয়নে ফুলস্টপ লাগিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করেছেন, দার্জিলিংকে সবাই ব্যবহার করেছে, কিন্তু কেউ এর উন্নয়ন করেনি। বিজেপি সরকার ক্ষমতায় এলে দার্জিলিংয়ের উন্নয়ন ঘটবে। রাজ্যে বিজেপি সরকার আসছে। দার্জিলিংয়ের তিনটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ জানালেন, গোর্খা জাতির একটি গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। দেশভক্ত জাতির নাম করা হলেই গোর্খাদের নাম উঠে আসে। ভারতমাতাকে রক্ষা করতে গোর্খা জওয়ানদের বলিদান মনে রাখবে দেশ। কিন্তু এই গোর্খাদের সঙ্গে কংগ্রেস, সিপিএম, তৃণমূল দিনের-পর-দিন অন্যায় করে গেছে। ১৯৮৬ সালে, ১৯৮৮ সালে পাহাড়ে আগুন লাগিয়ে দিয়েছিল সিপিএম। ১২০০ জনের বুকে গুলি করা হয়েছিল। আজও সে কথা ভোলা যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, তৃণমূলের সময়েও গোর্খাদের উপর অত্যাচার কম হয়নি। বহু মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জনতার উদ্দেশ্যে তিনি জানালেন, তাঁদের তিনি কথা দিচ্ছেন যে, এখানে বিজেপি সরকার তৈরি হবার পর, এক সপ্তাহের মধ্যে পাহাড়ের গোর্খাদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে, তা তুলে নেয়া হবে। তিনি অভিযোগ করেছেন, গোর্খা ভাইদের লুকিয়ে বেড়াতে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে। এই অবস্থা বেশিদিন চলবে না।

আগামী ২ রা মে পাহাড়ে দীপাবলি হবে। পাহাড়ে আর আগুন নয়, এবার প্রদীপ জ্বলবে। উৎসব পালন করা হবে। বিজেপি একমাত্র গোর্খাদের সুবিচার করতে পারে। গোর্খাদের সঙ্গে বিজেপির সম্পর্ক তাঁরা তৈরি করেননি। তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন ঈশ্বর। এই সম্পর্ককে শক্তি দেওয়ার জন্য তিনি এখানে এসেছেন। জনতার উদ্দেশে তিনি জানালেন, ” আসুন দেশজুড়ে থাকা গোর্খাদের দেশের মূলস্রোতে যুক্ত করা, কাজের সুযোগ একাবার নরেন্দ্র মোদীকে দিন। যাঁকে জেতানোর জন্য এসেছি তাঁরা হলেন নীরজ তামাং ও বিষ্ণুপ্রসাদ শর্মা। এদের দুজনকে জিতিয়ে দিদিকে উপযুক্ত জবাব দিতে হবে। ”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!