এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘গরমিল প্রচুর! সব বিষয় খতিয়ে দেখতে হবে’ শাসকদলের অস্বতি বাড়িয়ে বিফোরক দিলিপ ঘোষ !একি বললেন

‘গরমিল প্রচুর! সব বিষয় খতিয়ে দেখতে হবে’ শাসকদলের অস্বতি বাড়িয়ে বিফোরক দিলিপ ঘোষ !একি বললেন


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে রাজ্য সরকার । আর এই পরিস্থিতে আবারো এসএসসি এবং প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে বিরুদ্ধে সরব হয়ে একহাত নিলেন দিলীপ ঘোষ। এদি এই প্রসঙ্গে একাধিক প্রশ্ন তুলে  দিলীপ ঘোষ বলেন কীভাবে নিজের লেটার হেডে একজনের চাকরির সুপারিশ করা হয়? যিনি রেকমেন্ড করলেন, কিসের ভিত্তিতে করলেন? এরা কি পরীক্ষা দিয়েছে? কিরকম ফল করেছে? গরমিল প্রচুর।

প্রসঙ্গ উল্লেখ্য যে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এদিন তেহট্টের বিধায়ক তাপস সাহাকে তলব করেছে পুলিশ আর এই প্রসঙ্গে  দিলিপ ঘোষ শাসকদলের এই হেভিওয়েটেরদের বিড়াম্বনা বাড়িয়ে দিয়ে বলেন দুর্নীতিতে আরও অনেকে জড়িত রয়েছে সবার নাম সামনে আসবে কেউ ছাড় পাবেন না।  সেই সাথে তিনি আরো জানান  ”কীভাবে নিজের লেটার হেডে একজনের চাকরির সুপারিশ করা হয়? যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁরা কি পরীক্ষায় দিয়েছিলেন? আর দিলেও, তিনি কেমন ফল করেছিলেন? এই সব বিষয় খতিয়ে দেখতে হবে। যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তাঁর সঙ্গে বিধায়কদের দেওয়া সুপারিশ পত্রে থাকা নামের তুলনা করতে হবে। তাঁরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, না টাকা দিয়ে সব প্রকাশ করতে হবে।” স্বাভাবিকভাবেই এদিন তার এই বক্তব্যের মাধ্যমে দিয়ে রাজ্যের শিক্ষক নিয়োগের নামে প্রচুর দুর্নীতি অভিযোগ তুলে ধরে শাসকদলের অস্বতির মাত্রা আরো বাড়িয়ে দিলেন।তবে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!