এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গরমের ছুটিতে স্কুল বন্ধ, আপত্তি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের!

গরমের ছুটিতে স্কুল বন্ধ, আপত্তি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তীব্র দাবদাহে অতিষ্ঠ গোটা রাজ্য। দক্ষিণবঙ্গ যখন সূর্যের তাপে ক্লান্ত, তখন কিছুটা হলেও অপেক্ষাকৃত শান্ত উত্তরবঙ্গ। আর এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে মে মাসের 2 তারিখ থেকে জুন মাসের 15 তারিখ পর্যন্ত স্কুলে গরমের ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বর্তমান পরিস্থিতিতে এই ছুটি ঘোষণা করা হলেও, এত দিন ধরে ছুটি দেওয়া আদৌ কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আর এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে গরম থাকলে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বিবেচনা করা উচিত বলে জানিয়ে দিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। যেখানে ইতিমধ্যেই এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একটি চিঠি দিয়েছেন তিনি। সূত্রের খবর, এদিন শিক্ষামন্ত্রীকে একটি চিঠি দেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। যেখানে সেই বিষয়টি টুইটে তুলে ধরেন তিনি। যেখানে তিনি লেখেন, “দক্ষিণবঙ্গে গরম কিনা, সেটা সেখানকার মানুষ বিবেচনা করবেন। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি এখন অনেকটাই হালকা। উত্তরবঙ্গের আবহাওয়া অত্যন্ত ভালো। তাই এখানে গরমের ছুটি দেওয়া বাঞ্ছনীয় নয়। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।”

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গ হোক বা উত্তরবঙ্গ, একটানা এত ছুটি দেওয়া নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। গরমের ছুটি 15 দিনের হয়। সেখানে দেড় মাসের ছুটি কেন দেওয়া হল, তা নিয়ে নানা মহলে উঠছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কের বক্তব্য অনুযায়ী, উত্তরবঙ্গের কথা বিবেচনা করে নতুন করে গরমের ছুটি নিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য ভাবা হোক বলে জানিয়ে দেওয়া হল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!