এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > গরমের দাবদাহ থেকে স্বস্তি পেতে সুখবর !দঃ-বঙ্গে চৈত্রসংক্রান্তিতে বৃষ্টির পূর্বাভাস !

গরমের দাবদাহ থেকে স্বস্তি পেতে সুখবর !দঃ-বঙ্গে চৈত্রসংক্রান্তিতে বৃষ্টির পূর্বাভাস !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের দুই বঙ্গে একদিকে খরা আর অপরদিকে বৃষ্টি চলছে  । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গুলিতে  তীব্র দাবদাহ তাপমাত্রা , প্রায় 40 আশেপাশে ওঠানামা করছে তাপমাত্রা  বলে জানা যাচ্ছে ।  হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে এবার দক্ষিণবঙ্গের জন্য সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তির খবর মিলেছে । অবশেষে  চৈত্রসংক্রান্তিতেই বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেলো দক্ষিণবঙ্গের জেলা গুলির জন্য ।

শুধু উত্তরবঙ্গ নয় এবার দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির বার্তা রয়েছে বলে জানা যাচ্ছে  আলিপুর হাওয়া অফিস সূত্রে ,  জানা যাচ্ছে যে পহেলা বৈশাখের আগেই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে সেইসঙ্গে উত্তরবঙ্গের বেশকিছু জেলা যেমন দার্জিলিং , জলপাইগুড়ি , আলিপুরদুয়ার , কোচবিহার এই সসস্ত স্থানে  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ।

যদিও উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে ছিল তার ঠিক উল্টোটা  । তবে অবশেষে গত সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছুটা রদবদল হতে শুরু করেছে যার ফলে অনুমান করা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার থেকেই  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে ।

সেই সঙ্গে আরো জানানো হয়েছে যে মহানগর কলকাতার পাশাপাশি  মুর্শিদাবাদ , বীরভূম এবং নদীয়ার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে  । আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস  এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস রয়েছে যা স্বাভাবিক থেকে ২ ডিগ্রি  করে কম , তবে বাতাসের আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ পরিমাণ 85% থেকে ন্যূনতম 65% ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!