এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পাখির চোখ যে কোন মূল্যে গরুপাচার রোখা, এবার নজিরবিহীন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে বিএসএফ?

পাখির চোখ যে কোন মূল্যে গরুপাচার রোখা, এবার নজিরবিহীন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে বিএসএফ?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন যেখানে রাজ্যে গরুপাচার থেকে শুরু করে কালো টাকা নিয়ে তদন্ত করতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে, সেখানে এবার গরু পাচার রুখতে কড়া পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে বিএসএফ বাহিনীকে। জানা গেছে, শীত পড়তেই সীমান্তে গোরু পাচারকারীদের গতিবিধি বেড়ে গেছে। সেখানে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে বিএসএফ। আর সেক্ষেত্রে এলাকায় যাদের বিরুদ্ধে এর আগে গরু পাচারের অভিযোগ রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে বলেই জানান হয়েছে।

আর সেখানে ইতিমধ্যেই ১০০জনকে চিহ্নিত করা হয়েছে। সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের মাধ্যমে তাদের সতর্ক করা হচ্ছে বলেও জানান হয়েছে। সেখানে যদিও এতদিন বিএসএফ মূলত পাচার চক্রের পাণ্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত, সেখানে এবার চক্রটিকে সমূলে উচ্ছেদ করতেই সিন্ডিকেটের সমস্ত স্তরের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পন্থা নেওয়া হয়েছে বলেই জানা গেছে।

আর সেই জন্যই স্থানীয় সোর্স আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিএসএফ তাদের গোয়েন্দা বিভাগকে আরও শক্তিশালী করছে বলেও জানা গেছে। এক্ষেত্রে তাঁদের সন্দেহ, যেহেতু লকডাউনের জন্য কাজ হারিয়ে অনেকেই ঘরে ফিরে এসেছে, তাই তাদের কেউ কেউ পাচারকারীদের দলে নাম লেখাতেই পারে। আর তাই সেখানে নবীনদের চিহ্নিতকরণ শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

অন্যদিকে, ইতিমধ্যেই মঙ্গলবার রাতে সাগরপাড়ায় সীমান্তে গোরু পাচারে বাধা দেয় বিএসএফ। আর সেখানেই তাঁদের সঙ্গে পাচারকারীদের খন্ড যুদ্ধ বেঁধে যায়। তারা সীমান্তরক্ষী বাহিনীকে লক্ষ্য করে বোমা এবং ধারালো অস্ত্র ছুঁড়েছিল বলেও জানা গেছে। অন্যদিকে, নিজেদের আত্মরক্ষার জন্য বিএসএফকেও গুলি চালাতে হয়।

এক্ষেত্রে এক বিএসএফ আধিকারিক জানান, পাচারকারীরা বেপরোয়া মনোভাব নিয়েছে। তাই পাচারে বাধা পেলেই তারা হামলা চালাচ্ছে। কিন্তু তারা যাতে সীমান্তেই আসতে না পারে তার জন্য এবার থেকে আরও কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানিয়েছেন তিনি। তাঁদের মতে, পাচারকারীদের একটা ধারণা রয়েছে যে, তারা আক্রমণ করলেও জওয়ানরা গুলি চালাবে না।

কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায় আত্মরক্ষার জন্য তারা গুলি চালাতেই পারে। তবে এই ঘটনা বাড়ার পিছনে কারণ স্বরূপ উঠে এসেছে শীতের কথাই। তাঁদের কথায়, শীতের সময় কুয়াশা পড়তে শুরু করে। এইসময় দূর থেকে কোনও কিছু দেখা যায় না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, যেহেতু সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতার নেই, তাই সব জায়গাতে বাহিনী মোতায়েন করা সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে কিছু কিছু এলাকায় দূর থেকেই নজর রাখতে হয়। এবার কুয়াশার কারণে শীতের সময় তাতে কিছুটা সমস্যা হয়। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় পাচারকারীরা।

তবে এবছর সীমান্তে অনেক বেশি বাহিনী রয়েছে বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে নাইট ভিশন ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। তাই পাচারকারীরা সীমান্তে জমায়েত হলেই টের পাওয়া যায়। এক্ষেত্রে মঙ্গলবার রাতেও তেমনটাই হয়েছিল। ৩০-৪০জন পাচারকারী ৫০টি গবাদি পশু নিয়ে সীমান্তে জমায়েত হলে বাহিনীর নজরে আসে।

এরপর তাদের ধাওয়া করা হয়। সেইসময়ই তারা হামলা করে। তবে পাল্টা প্রতিরোধের মুখে পড়ে পাচারকারীরা পিছু হটে। ওই রাতে থাকা অধিকাংশ পাচারকারীকেই চিহ্নিত করা গেছে বলেও জানা গেছে। সেইসঙ্গে বিষয়টি স্থানীয় থানাগুলিকে জানানো হয়েছে বলেও জানা গেছে। সেখানে প্রায় শতাধিক গোরু পাচারকারীর তালিকা তাদের কাছে রয়েছে।

ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলেও জানান হয়েছে। যাদের মধ্যে চার-পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, পাচারকারীদের অধিকাংশই জলঙ্গি, রানিনগর এলাকার বাসিন্দা বলেই জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

সেইসঙ্গে তারা যাতে কেউ অসামাজিক কাজে লিপ্ত না হয় তার পরামর্শও দেওয়া হচ্ছে। অনেকেই তা মেনে চলছেন বলেও জানা গেছে। যদিও এরইমধ্যে কেউ কেউ তা তোয়াক্কা না করে পাচারকারীদের সঙ্গে হাত মেলাচ্ছে সেটাও অস্বাভাবিক নয় বলেই জানা যায়। সেক্ষেত্রে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর মনোভাবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গেছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!