এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গরুর পালের মত দৌড় করাব” বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিস্ফোরক অনুব্রত!

“গরুর পালের মত দৌড় করাব” বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিস্ফোরক অনুব্রত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার এক সপ্তাহের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই ময়দানে নেমে প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। তবে ভোট ঘোষণা হওয়ার অনেক আগে থেকেই নিজের জেলার সমস্ত আসন যাতে তৃণমূলের দখলে থাকে তার চেষ্টা শুরু করে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

ভোটের সময় যে অনুব্রত মণ্ডলের নানা মন্তব্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, সেই অনুব্রত মণ্ডলের এবারের ভোটের টনিক কি হবে, তা অনেকের কাছেই কৌতূহলের বিষয়। আর ভোটের দামামা বাজতেই এবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে রীতিমত বিস্ফোরক মন্তব্য করে বসলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। যেখানে বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরই “গরুর পালের মত সবাইকে দৌড় করাব” বলে দাবি করতে দেখা গেল তাকে।

স্বাভাবিক ভাবেই তার মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। প্রসঙ্গত, প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের জন্য বিজেপির পক্ষ থেকে বেশ কিছুদিন আগেই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আর আজ তৃতীয় এবং চতুর্থ দফার ভোটের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি। যে প্রার্থী তালিকায় একাধিক বিজেপি সাংসদকে বিধানসভা নির্বাচনের প্রার্থী করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই ইস্যুতেই এদিন গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার বীরভূমের লাভপুরে একটি সভা করেন অনুব্রতবাবু। আর সেখানেই এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। অনুব্রত মণ্ডল বলেন, “সবাইকে হারাব। গরুর পালকে যেমন ছুটিয়ে নিয়ে যায়, তেমন নিয়ে যাব। খেলা শুরু হয়ে গিয়েছে। লোক পাচ্ছে না। এমপিদের দাঁড় করিয়েছে। গোয়াল ফাঁকা।”

বিশ্লেষকরা বলছেন, অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে কেন্দ্র করেই হয়ত বা এবার বিস্তর চর্চা শুরু হয়ে যাবে রাজ্য রাজনীতিতে। যেভাবে তিনি গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন, তা অত্যন্ত নজিরবিহীন। তবে এর আগেও বেশ কিছু ইস্যুতে বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেছে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু এবার ভোটের মরশুম বাজার সাথে সাথেই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর যেভাবে “বিজেপিকে গরুর পাল তিনি ছুটিয়ে নিয়ে যাবেন” বলে দাবি করলেন, তা নয়া মাত্রা ধারণ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!