এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > গোসাবায় বিজেপি নেতার উপর হামলা তৃণমূল নেতার,অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে

গোসাবায় বিজেপি নেতার উপর হামলা তৃণমূল নেতার,অভিযোগ শাসকদল তৃণমূলের বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যতই সামনে এগিয়ে আসতে শুরু করেছে ততোই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ, মতান্তর, হাতাহাতি, খুনোখুনি, বোমাবাজি ক্রমবর্ধমানভাবে বেড়েই চলছে। এই উত্তেজনাময় পরিবেশে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবায় জনৈক বিজেপি নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর উপরে মারধর ও হেনস্তার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।

সূত্রে জানা যাচ্ছে, গতকাল শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা থানার বালি এক পঞ্চায়েতের অন্তর্গত মথুরাখন্ড গ্রামে ভক্তরাম মন্ডল নামে এক বিজেপি নেতার উপরে সহসা আক্রমণ চালান স্থানীয় তৃণমূল নেতা জগন্নাথ মন্ডল, বিপ্লব মন্ডল, রমেশ পাইক সহ বেশকিছু তৃনমূল সদস্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ৩ দিন আগে মথুরাখন্ড গ্রামে ত্রাণের সামগ্রী বিলি করবার সময়ে বিজেপি নেতা ভক্তরাম মন্ডলের সঙ্গে তৃণমূল নেতা জগন্নাথ মণ্ডলের বেশ কিছু ব্যাপার নিয়ে কথা কাটাকাটি চলে। বিজেপি নেতা অভিযোগ করেছেন, সেই ঝগড়ার সময় জগন্নাথ মন্ডল তাঁকে হুমকি দেন যে, বাড়ি থেকে বের হলেই তাঁকে তুলে নিয়ে গিয়ে মারধর করবেন। এরপর গতকাল শুক্রবার সকালে বিজেপি নেতা ভক্তরাম মণ্ডল বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ওপর আক্রমণ চালায় তৃণমূল নেতা জগন্নাথ মন্ডল, বিপ্লব মন্ডল, রমেশ পাইক সহ বেশকিছু তৃনমূল সদস্য।

আহত অবস্থায় বিজেপি নেতা ভক্তরাম মন্ডল পুলিশের দ্বারস্থ হন। তৃণমূল নেতা জগন্নাথ মন্ডল, বিপ্লব মন্ডল, রমেশ পাইক সহ বাকিদের নামে অভিযোগ দায়ের করেন গোসাবা থানায়। পুলিশ তাঁকে উদ্ধার করে এবং গোসাবা ব্লক গ্রামীণ হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যায়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেয়া হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের ওপর ওঠা এই অভিযোগ সম্পূর্ণ রূপে অস্বীকার করেছে। এ প্রসঙ্গে গোসাবা তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের বক্তব্য, ” অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূলকে বদনাম করতে বিজেপি মিথ্যা অভিযোগ করছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!