এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ঘোষনা হল বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, কে কোন কেন্দ্রে! জেনে নিন

ঘোষনা হল বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা, কে কোন কেন্দ্রে! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –প্রথম এবং দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার পর আজ রবিবার  তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। আজ বিজেপির কেন্দ্রীয় দপ্তরে সাংবাদিক বৈঠক করে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। যেখানে একাধিক চমক লক্ষ্য করা যায়। বিশিষ্ট সাংবাদিক থেকে শুরু করে বুদ্ধিজীবী অভিনেতা, অভিনেত্রীরা বিজেপির প্রার্থী তালিকা জায়গা পেয়েছেন। এমনকি গেরুয়া শিবিরের প্রার্থী তালিকায় জায়গা করে নিতে দেখা গেছে অনেক বর্তমান বিজেপি সাংসদদেরও। কিন্তু কোন বিধানসভা কেন্দ্রে কে প্রার্থী হয়েছেন! দেখে নিন একনজরে –

 

১ বাসন্তী : রমেশ মাঝি

2 কুলতলী: মিন্টু হালদার

৩ কুলপি :প্রণব মল্লিক
৪ রায়দিঘি: শান্তনু বাপুলি
৫ মন্দিরবাজার: দিলীপ জাটুয়া
৬ জয়নগর: রবীন সর্দার
৭ ক্যানিং পশ্চিম: অর্ণব রায়
৮ ক্যানিং পূর্ব: কালিপদ নস্কর
৯ বারুইপুর পশ্চিম : দেবোপম চট্টোপাধ্যায়
১০ মগরাহাট পূর্ব: চন্দন নস্কর

১১ মগরাহাট পশ্চিম: মানস সাহা
১২ ডায়মন্ডহারবার : দীপক হালদার
১৩ সাতগাছিয়া: চন্দন পাল দাস
১৪ বিষ্ণুপুর: অগ্নিশ্বর নস্কর
১৫ উলুবেড়িয়া উত্তর: চিরন বেরা
১৬ শ্যামপুর: তনুশ্রী চক্রবর্তী
১৭ বাগনান: অনুপম মল্লিক
১৮ আমতা: দেবতনু ভট্টাচার্য
১৯ উদয়নারায়নপুর: সুমিতরঞ্জন কারার
২০ জঙ্গিপারা: দেবজিত সরকার

২১ হরিপাল : সমীরন মিত্র
২২ ধনেখালি: তুষার মজুমদার
২৩ তারকেশ্বর: স্বপন দাশগুপ্ত
২৪ পুড়শুড়া: বিমান ঘোষ
২৫ আরামবাগ: মধুসূদন বাগ
২৬ গোঘাট: বিশ্বনাথ কারাক
২৭ খানাকুল: সুশান্ত ঘোষ
২৮ মেখলিগঞ্জ: দধিরাম রায়
২৯ মাথাভাঙ্গা: সুশীল বর্মন
৩০ কোচবিহার উত্তর: সুকুমার রায়

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৩১ শীতলকুচি: বরেনচন্দ্র বর্মন
৩২ সিতাই: দীপক কুমার রায়
৩৩ দিনহাটা: নিশীথ প্রামানিক
৩৪ তুফানগঞ্জ: মালতী রাভা রায়
৩৫ কুমারগ্রাম: মনোজ ওরাং
৩৬ কালচিনি: বিশাল লামা
৩৭ আলিপুরদুয়ার: অশোক লাহিড়ী
৩৮ মাদারিহাট: মনোজ টিগ্গা
৩৯ সোনারপুর দক্ষিণ: অঞ্জনা বসু
৪০ ভাঙ্গড়: সৌমি হাতি

৪১ কসবা: ইন্দ্রনীল খান
৪২ যাদবপুর: রিঙ্কু নস্কর
৪৩ টালিগঞ্জ: বাবুল সুপ্রিয়
৪৪ বেহালা পূর্ব: পায়েল সরকার
৪৫ মহেশতলা: উমেশ দাস
৪৬ বজবজ: তরুণ আদক
৪৭ মেটিয়াবুরুজ: রামজী প্রসাদ
৪৮ হাওড়া উত্তর: উমেশ রায়
৪৯ হাওড়া মধ্য: সঞ্জয় সিং
৫০ হাওড়া দক্ষিণ: রন্তিদেব সেনগুপ্ত

৫১ সাঁকরাইল : প্রভাকর পন্ডিত
৫২ পাচলা : মোহিত ঘাঁটি
৫৩ উলুবেরিয়া পূর্ব: প্রত্যুষ মণ্ডল
৫৪ ডোমজুড়: রাজীব ব্যানার্জি
৫৫ উত্তরপাড়া: প্রবীর ঘোষাল
৫৬ শ্রীরামপুর: কবীরশঙ্কর বোস
৫৭ চাপদানি : দিলীপ সিং

৫৮ সিঙ্গুর : রবীন্দ্রনাথ ভট্টাচার্য
৫৯ চন্দননগর: দীপাঞ্জন গুহ
৬০: চুঁচুড়া: লকেট চট্টোপাধ্যায়
৬১ বালাগড়: সুভাষ চন্দ্র হালদার
৬২ পান্ডুয়া : পার্থ শর্মা
৬৩ চন্ডীতলা: যশ দাশগুপ্ত

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!