এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, বিতর্কিত পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে ! অর্জুন গড়ে চরম অস্বস্তিতে বিজেপি !

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, বিতর্কিত পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে ! অর্জুন গড়ে চরম অস্বস্তিতে বিজেপি !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপি ছেড়ে টিএমসি তে যোগ দিয়েই তিনি বিজেপি সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করে বিজেপিকে একহাত নেন সাংসদ অর্জুন সিং  । আর এমত পরিস্থিতিতেই অর্জুন গড়ে বিজেপির ভাঙ্গনকে রুখে সংগঠনকে চাঙ্গা করতেই কিছুদিন পূর্বে শুভেন্দু অধিকারীর সভা করেছিলেন ব্যারাকপুরে । তারপর এই জেলায় কীভাবে বিজেপি সংগঠন কে মজবুত রাখার যায় কীভাবে তাদের শক্তি বৃদ্ধি করা যায় তাই নিয়ে একের পর এক দলের শীর্ষ নেতৃত্বরা সভা করে চলেছেন ।

সূত্রের খবর আজ ব্যারাকপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর একটি  সভা রয়েছে যার ফলে ইতিমধ্যেই বিজেপির জেলা নেতৃত্বে তরফ থেকে শুরু হয়েছে তোড়জোড়, সাথে সভামঞ্চের প্রস্তুতি আর এর মধ্যেই চোখে পড়ল একটি বিতর্কিত পোস্ট । যে পোস্ট কে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি , শুরু হয়েছে নানান জল্পনা রাজ্য রাজনীতিতে । যেখানে জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জিকে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছে বিতর্কিত পোস্টারে মাধ্যমে ।

বিতর্কিত পোস্টারে থেকে জানান যাচ্ছে যে   ‘ অর্জুনের এজেন্ট জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জিকে অবিলম্বে সরাতে হবে’। যযিও এর আগে শুভেন্দু অধিকারীর বৈঠকের আগেও ওই একই পোস্টারে ছেয়ে গিয়েছিল শ্যামনগর আর এবার আবারো বিজেপির রাজ্য সভাপতির বৈঠকের আগের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় চরম অস্বস্তিতে পড়ল পদ্ম শিবির বলে মত বিশেষজ্ঞদের । তবে এখন দেখার বিষয় সবমিলিয়ে আগামী পরিস্থিতিতে গোটা বিষয়ে কোন দিকে মোড় নেয় সে দিকেই নজর সকলের

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!