এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি ! খোদ শুভেন্দু গড়েই গণ ইস্তফার হুমকি কর্মীদের !

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বিজেপি ! খোদ শুভেন্দু গড়েই গণ ইস্তফার হুমকি কর্মীদের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপির গোষ্ঠী কোন্দল এর কথা প্রকাশ্যে এলেও শক্ত হাতে নিজের গড় নন্দীগ্রাম কে আগলে রেখেছিলেন শুভেন্দু অধিকারী যেখানে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী কে এবার একুশে বিধানসভা নির্বাচনে হারিয়ে নিজের জয় ছিনিয়ে এনেছেন শুভেন্দু অধিকারী  । তবে এবার সেই সেই নন্দীগ্রামে বিজেপি দলের গোষ্ঠী কোন্দল প্রকাশে এলো নতুন মন্ডল সভাপতি কে কেন্দ্র করে ।জানা যাচ্ছে যে এবার নন্দীগ্রামের নতুন মণ্ডল সভাপতিকে নিয়ে দলের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

তীব্র অসন্তোষের জেরে নতুন মণ্ডল সভাপতির অপসারণ চেয়ে জেলা ও রাজ্য নেতৃত্বকে চিঠি দিলেন বিজেপি নেতা-কর্মীদের একাংশ এমন কি তাঁদের দাবি না মানা হলে গণ ইস্তফার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন কর্মীরা । আর এর পরই ড্যামেজ কন্ট্রোল করতে জরুরি বৈঠক করলেন বিজেপি জেলা নেতৃত্ব । তবে এই বৈঠকের পর অসন্তোষ দূর হয়েছে বলে দাবি করলেও এখনো সমস্যার কোন সমাধান হয়নি বলে জানাচ্ছেন বিক্ষুব্ধদের একাংশ ।

সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে  দলের নতুন মন্ডল সভাপতির জন্য কোনরকম আলোচনা ছাড়াই একতরফা ভাবে মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে বলে অভিযোগ কর্মীদের । প্রসঙ্গ উল্লেখ্য যে গত ২৫ সে এপ্রিল নন্দীগ্রাম ১ দক্ষিণ মন্ডলের সভাপতি পদ থেকে জয়দেব মণ্ডলকে সরিয়ে দিয়ে শ্যামাপ্রসাদ মাইতির নাম ঘোষণা করা হয়েছিল। এই ঘোষণার পর সোনাচূড়া, গোকুলনগর, কালীচরণপুর এলাকায় প্রায় ২০০ জন নেতা-কর্মী অত্যন্ত ক্ষুব্ধ হন। সব মিলিয়ে এখন দেখার বিষয়  শুভেন্দু গড় নন্দীগ্রামে বিজেপির জেলা নেতৃত্ব ক্ষুব্ধ কর্মীদের অসন্তোষকে থামাতে আরো কি পদক্ষেপ নেয় সে দিকে নজর সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!