এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ইংলিশবাজারের ক্ষমতা কার হাতে থাকবে! জোর চর্চা তৃণমূলে!

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ইংলিশবাজারের ক্ষমতা কার হাতে থাকবে! জোর চর্চা তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: অনেকে বলেন, মালদহ জেলা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সুতোটা বাধা হয়েছিল ইংলিশবাজার শহর থেকেই। এখান থেকেই এক নেতা অপর নেতার বিরুদ্ধে মন্তব্য করা থেকে শুরু করে দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছিলেন। আর তারপরই ধীরে ধীরে তা গোটা জেলায় ছড়িয়ে পড়ে। মাঝেমধ্যেই ইংলিশবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে বর্তমান প্রসাশক নীহার রঞ্জন ঘোষের দ্বন্দ্ব তৈরি হতে দেখা যায়। তবে সামনেই বিধানসভা নির্বাচন‌। তৃণমুল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধ করে এখন সংগঠনকে চাঙ্গা করতে উদ্যোগী হয়েছে। তাই এমত পরিস্থিতিতে ইংলিশবাজার টাউন এবং ব্লকের সভাপতি কাকে করা যায়, তা নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে দুই থেকে তিনটি নাম ঘোরাফেরা করছে। যার মধ্যে রয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ এবং নরেন্দ্রনাথ তিওয়ারি। এছাড়াও জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুরি এবং দুলাল সরকারের নামও জল্পনার তালিকায় রয়েছে। স্বাভাবিক ভাবেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ইংলিশবাজার শহরে আগামী বিধানসভা নির্বাচনের আগে দল কাকে সভাপতির মত গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব দেয়, তা অবশ্যই দেখার বিষয় সকলের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কে হবেন ইংলিশবাজার টাউন এবং ব্লকের তৃণমূল সভাপতি? যে কয়েকটি নাম ঘোরাফেরা করছে, এদের প্রত্যেকের সঙ্গে কথা বলা হলেও তারা প্রত্যেকেই সচেতনতার সহিত জবাব দিয়েছেন। জল্পনার তালিকায় থাকা দুলাল সরকার বলেন, বরকতদার পরে মমতাদির হাত ধরে রাজনীতি করে আসছি। সম্প্রতি দলের জেলা কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়েছি। এটি অত্যন্ত দায়িত্বশীল পদ‌। এই কাজটি ভালোভাবে করতে চাই। নতুন করে অন্য দায়িত্বের কথা ভাবছি না।” এদিকে এই প্রসঙ্গে নীহার রঞ্জন ঘোষ বলেন, “বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছি।”

ন্যদিকে এই ব্যাপারে নন্দকুমার তিওয়ারি বলেন, “সাংগঠনিক বিষয় নিয়ে দলের বাইরে মুখ খুলতে চাইছে না। কেউ দলের উর্ধ্বে নন। দল আমাকে যোগ্য মনে করলে অবশ্যই দায়িত্ব পালন করব।”কে হবেন দলের টাউন ব্লকের সভাপতি? এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর বলেন, “সাংগঠনিক দায়িত্বভার বন্টন দলের অভ্যন্তরীণ বিষয়।”রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলকে এখন চরম অস্বস্তিতে ফেলেছে। তাই এই পরিস্থিতিতে ইংলিশবাজার শহরে সংগঠনকে শক্তিশালী করতে তৃনমূলের পক্ষ থেকে এই কাকে দায়িত্ব দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!