এখন পড়ছেন
হোম > জাতীয় > গোষ্ঠীদ্বন্দ্ব প্রধান কাঁটা, সামাল দিতে কড়া টনিক অমিত শাহের! জেনে নিন!

গোষ্ঠীদ্বন্দ্ব প্রধান কাঁটা, সামাল দিতে কড়া টনিক অমিত শাহের! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একে তো নির্বাচনে পরাজয়। আর তার মধ্যে দোসর হয়েছে দলের গোষ্ঠীদ্বন্দ্ব। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হওয়ার পর থেকেই কার্যত আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছে রাজ্য বিজেপি। যার কারণে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। স্বভাবতই নির্বাচনের ফলাফল খারাপ হচ্ছে। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে এক নেতার সঙ্গে আর এক নেতার মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। আর এই পরিস্থিতিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে একাধিক কর্মসূচির মাঝেও রাজ্য বিজেপির বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে কড়া টনিক দিতে পারেন বিজেপির এই সর্বোচ্চ নেতা।

সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপরই তার একাধিক কর্মসূচি রয়েছে। তবে তার মাঝেই রাজ্য বিজেপির বর্তমান পরিস্থিতি নিয়ে খোঁজখবর নেবেন তিনি। শুধু তাই নয়, নেতাদের নিয়ে বৈঠক করে গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ।

একাংশের মতে, বর্তমান যা পরিস্থিতি, তাতে রাজ্য বিজেপির আরও চাঙ্গা হওয়া উচিত ছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনা না হওয়ার কারণে এবং গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দেওয়ার কারণে ঠিকমতো তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারছে না গেরুয়া শিবির। তাই এই পরিস্থিতিতে দলের শৃঙ্খলা যাতে ঠিক থাকে, তার উপরে জোর দিতেই নেতাদের বার্তা দিতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!