এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > গোষ্ঠী কোন্দল তৃণমূলে কাছে অলংকারের মতো – এবার তৃণমূলকে এই ভাষাতেই বিঁধলেন মমতার প্রান্তান সৈনিক!

গোষ্ঠী কোন্দল তৃণমূলে কাছে অলংকারের মতো – এবার তৃণমূলকে এই ভাষাতেই বিঁধলেন মমতার প্রান্তান সৈনিক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই কড়া নাড়ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গকে গৈরিক চাদরে মুড়ে দিতে ব্যাপক প্রস্তুতি বিজেপির। আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে বিজেপি নেতা- কর্মীদের উদ্বুদ্ধ করতে সম্প্রতি উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৭ ই , ১৮ ই অক্টবর শিলিগুড়িতে আসছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়িতে আগমনকে কেন্দ্র করে উজ্জীবিত বিজেপি শিবির। সরাষ্টমন্ত্রীর শিলিগুড়ি সফরের পূর্বে পর্যালোচনা সভায় যোগ দিতে শিলিগুড়ি এসেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, নিশীথ প্রামানিক প্রমুখরা। তাঁরা ছাড়াও সম্প্রতি শিলিগুড়িতে আছেন শিব প্রসাদ, অরবিন্দ মেননের মতো কেন্ত্রীয় বিজেপি নেতারা।

শিলিগুড়িতে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক জানালেন যে, গোষ্ঠী কোন্দলে জর্জরিত হয়ে পড়েছে তৃণমূল। তাঁর দাবি, গোষ্ঠী কোন্দল অলংকারের মত হয়ে উঠেছে তৃণমূলের কাছে। যেদিন তৃণমূল দল থেকে গোষ্ঠী কোন্দল দূর হবে, সেদিন তৃণমূল কংগ্রেস দলটাই শেষ হয়ে যাবে। বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানালেন যে, রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে তৃণমূল। পশ্চিমবঙ্গে শাসকদল ও প্রশাসন অভিন্ন। উভয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নির্যাতন চালাচ্ছে মানুষের ওপর। তাঁর অভিযোগ, শাসক দলের এই নির্যাতনের চিত্র প্রকাশ পেয়েছে নবান্ন অভিযানের দিনে।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তাঁর আরও অভিযোগ, নিজেদের শাসন ক্ষমতাকে কুক্ষিগত করতে বারবার রাজনীতিকে ব্যবহার করছে তৃণমূল। এ প্রসঙ্গে তিনি জানান, ” বাংলা আজ কাঁদছে। বাংলা আজ তৃণমূলের থেকে স্বাধীনতা চাইছে।” বাংলার মানুষ যে গণতন্ত্র ফিরে পেতে চায় সে কথাও তিনি জানালেন। এর সঙ্গেই তিনি জানালেন যে, ২০২১ এর দিকে তাকিয়ে রয়েছে সারা বাংলার মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শিলিগুড়ি থেকে বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও শাসকদলের প্রতি একহাত নিয়ে জানালেন যে, আগামী নির্বাচনে রাজ্যে আসতে চলেছে বিজেপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী শিলিগুড়ি আসছেন জেনে তিনি আনন্দিত ও গর্বিত। তাঁদের সকলের কাছেই গর্বের বিষয় হলো স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন। এমনটাই জানালেন তিনি।

আবার, গত শনিবার রাজ্যের মন্ত্রী গৌতম দেবের করা একটি বক্তব্যের প্রশঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানালেন, ” দলের মধ্যেই নেতা কর্মীরা মহানন্দার বালি পাচারে যুক্ত বলে বলেছেন তিনি।” এর সঙ্গেই তিনি আরও জানালেন যে, ” ভোট আসছে। তাই সাধু সাজতেই এই মন্তব্য। মন্ত্রী বলতে চাইছেন ভোট আসছে তাই চুপ থাকো। ভোটে ক্ষমতায় আসলেই ফের আমাদের কাজ শুরু করব।”

এরপর সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানালেন যে, আগামী নির্বাচনে রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন না হলে মানুষের দুর্দশা বহুলাংশে বৃদ্ধি পেতে চলছে। এভাবেই সরাষ্ট্রমন্ত্রীর আগমনের প্রাকলগ্নে সরগরম শিলিগুড়ির রাজনৈতিক পরিস্থিতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!