এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দল, কর্মীদের কাছ থেকে কথা নিলেন মমতা !

গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার দল, কর্মীদের কাছ থেকে কথা নিলেন মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দলের মধ্যে অন্তর্কোন্দল ক্রমশ বাড়ছে। কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। একইভাবে কল্যানবাবুর বিরুদ্ধে মুখ খুলেছেন এক তৃণমূল সাংসদ। যাকে কেন্দ্র করে লাগাতার অস্বস্তিতে পড়ে যাচ্ছে তৃণমূল নেতৃত্ব। আর এই পরিস্থিতিতে দলের সাংগঠনিক নির্বাচনী সভা থেকে এই ব্যাপারে কর্মীদের কাছ থেকে কথা নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনোভাবেই যে ঝগড়া করা যাবে না, সেই বিষয়টি নির্দেশ আকারে কর্মীদের কাছে পৌঁছে দিলেন তিনি।

সূত্রের খবর, আজ তৃনমূলে সাংগঠনিক নির্বাচন শেষে দলনেত্রী হিসেবে নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই বক্তব্য রাখেন তিনি। যেখানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আজকে আপনাদের কথা দিতে হবে। কারও সাথে আপনারা কোনো ঝগড়া করবেন না। চিহ্ন একটাই জোড়াফুল। নাম তৃণমূল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, দলের অভ্যন্তরীণ কোন্দল যে পর্যায়ে পৌঁছেছে, তাতে তাকে আটকানোই এখন তৃণমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। তাই দলীয় সভা থেকে সেই বিষয়টি তুলে ধরে কর্মীদের বার্তা দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!