এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কোন পরিকল্পনা করলেন তৃণমূলের কো-অর্ডিনেটর? মিলবে কি সমাধানের রাস্তা?

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কোন পরিকল্পনা করলেন তৃণমূলের কো-অর্ডিনেটর? মিলবে কি সমাধানের রাস্তা?

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কথা সবার জানা। বরাবরই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীদ্বন্দ্ব বন্ধ করার কথা জানিয়েছেন সর্বস্তরে, কিন্তু তা যে বিশেষ কাজে লাগেনি তাও স্পষ্ট হয়েছে দিন দিন। এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবার পর এই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসে, দলের ভেতরের ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। আর এবার নেত্রী অসুস্থ হলেও দলের গোষ্ঠীদ্বন্দ্বে যে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি তা আবার বোঝা গেল। সূত্রের খবর বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীর একটি নির্বাচনী সভার ডাক দিয়েছিলেন।

কিন্তু গোষ্ঠী কলহের জেরে সেই সভা বয়কট করেন তৃণমূল শিবিরের 3 ব্লক সভাপতি। পাশাপাশি, বেশ কয়েকজন পঞ্চায়েত প্রধানও এই বৈঠকে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার সাথে সাথে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র জল্পনা। প্রসঙ্গত, হুমায়ুন কবীরকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে দলীয় স্তরে। একইসাথে মনে করা হচ্ছে, যেসব তৃণমূল কর্মীরা যোগ দিলেন না হুমায়ুন কবীরের নির্বাচনী বৈঠকে, তাঁরা কার্যত হুমায়ুন কবীরকে চ্যালেঞ্জ জানালেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এর পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে বড় ভূমিকা গ্রহণ করছে, তা নিয়ে কোন সন্দেহ নেই ওয়াকিবহাল মহলের। অন্যদিকে ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যে বড়সড় অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে দলকে, সে ব্যাপারেও নিশ্চিত অনেকেই। আর ঠিক সেই সময় সমস্যা কাটাতে ময়দানে নেমেছেন মুর্শিদাবাদ জেলার কো-অর্ডিনেটর অশোক দাস। জানা গেছে, তিনি হুমায়ুন কবীরের বৈঠকে যেমন উপস্থিত ছিলেন, ঠিক তেমনই হুমায়ুন বিরোধীদের ডাকা বৈঠকেও হাজির ছিলেন।

এই দুই বৈঠকে হাজির থাকার পরেই জেলার কো-অর্ডিনেটর অশোক দাস নিয়েছেন বড়োসড়ো পদক্ষেপ। মুর্শিদাবাদ তৃণমূল শিবিরের অন্তর্কলহ মেটাতে এবার অশোক দাস রবিবার তৃণমূলের দুই গোষ্ঠীকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একটি বৈঠকেই কি এতদিনের গোষ্ঠীদ্বন্দ্ব মিটে গিয়ে মৈত্রীর সুর বাজবে মুর্শিদাবাদের তৃণমূল শিবিরে? যদি এই গোষ্ঠীদ্বন্দ্ব না মেটে, তাহলে এবারের নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী বলে দাবি করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!