এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ এবার গেরুয়া শিবিরেও, ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে

গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ এবার গেরুয়া শিবিরেও, ব্যাপক উত্তেজনা এলাকাজুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূল শিবিরের গোষ্ঠী কোন্দল এই মুহূর্তে সংবাদ শিরোনামে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দলকে বিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বলা যেতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব এই মুহূর্তে তৃণমূল শিবিরের গলার কাঁটা। তবে এবার গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ পাওয়া যাচ্ছে গেরুয়া শিবিরেও। যত দিন যাচ্ছে, আদি নব্যর দ্বন্দ্বে এই মুহূর্তে গেরুয়া শিবিরের নাভিশ্বাস উঠছে। তার মধ্যেই এবার পাত্রসায়র উত্তাল হয়ে উঠলো গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে। জানা যাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এলাকার এক বিজেপি কর্মী আক্রান্ত হয় দলেরই অন্য কর্মীদের হাতে। আক্রান্ত ব্যাক্তি এই মুহূর্তে হাসপাতালে ভর্তি।

সূত্রের খবর, পাত্রসায়র থানা এলাকায় মঙ্গলবার রাতে বুদ্ধদেব পাল নামক এক বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন দলেরই অন্য কর্মীদের হাতে। সূত্রের খবর, আক্রান্ত বুদ্ধদেব পাল বর্তমানে এলাকার বিজেপির যুব মোর্চার জেলা কমিটির সদস্য। পাশাপাশি তিনি বালসি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান। জানা যাচ্ছে, পাত্রসায়র থানা এলাকার বালসিতে দলের কর্মীদের হাতেই আক্রান্ত হয়েছেন তিনি। অবশ্য গেরুয়া শিবির থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আক্রান্ত বিজেপি কর্মীকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই তিনি চিকিৎসারত বলে খবর। অন্যদিকে এই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ইতিমধ্যেই এলাকাজুড়ে তৃণমূল শিবিরের কটাক্ষ শোনা যাচ্ছে।

এলাকার তৃণমূল নেতারা জানিয়েছেন, পাত্রসায়েরর ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ভয়াবহতা প্রমাণ করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা জানিয়েছেন, আদি ও নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এলাকা উত্তপ্ত। এর ফল যে আগামী বিধানসভা নির্বাচনে পড়বে, সে কথা নিশ্চিত করেছেন শ্যামল সাঁতরা। পাশাপাশি বিজেপির দাবি, তাঁদের দলের কেউ আক্রান্ত হয়নি। এ প্রসঙ্গে বিজেপির রাঢ়বঙ্গ জোন কমিটির কনভেনার পার্থ কুন্ডু জানিয়েছেন, এখন অনেকেই নিজেকে বিজেপি বলে দাবি করছে। তবে দলের কোনো কার্যকর্তা আক্রান্ত হয়েছে বলে কোন খবর নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এই ঘটনার দায় তিনি তৃণমূলের কাঁধে চাপিয়েছেন এবং বলেছেন, তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিজেপির গোষ্ঠী কোন্দল বলে অপপ্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে পার্থ কুন্ডু জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি বিজেপির কিনা, সে ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। অন্যদিকে আক্রান্ত বুদ্ধদেব পাল জানিয়েছেন, মঙ্গলবার রাতে তাঁর ওপর হামলা চালায় একসময়ের সিপিএম কর্মী হিসেবে পরিচিত এবং বর্তমানে বিজেপিতে নাম লেখানো বেশ কয়েকজন দুষ্কৃতী। পাশাপাশি তিনি এও জানান, আগে তিনি তৃণমূল করতেন ঠিকই, কিন্তু 2019 এর লোকসভা ভোটের সময় তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গেরুয়া শিবিরে যেভাবে তৃণমূলের প্রবেশ ঘটছে তাতে শুধু পাত্রসায়রে না, রাজ্যের বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরে শুরু হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বকে যদি এখনই না আটকানো যায়, তাহলে একুশের বিধানসভা নির্বাচনে কিন্তু গেরুয়া শিবিরকে চরম বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে। আপাতত পাত্রসায়রের ঘটনা নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বহাল। গেরুয়া গোষ্ঠীদ্বন্দ্বকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়, সেদিকেই এখন নজর ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!