এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোষ্ঠীকোন্দলের খবর পৌঁছেছে দিল্লি পর্যন্ত! শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশ এল শীর্ষস্তর থেকে

গোষ্ঠীকোন্দলের খবর পৌঁছেছে দিল্লি পর্যন্ত! শীর্ষ নেতৃত্বের কড়া নির্দেশ এল শীর্ষস্তর থেকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর কথা তো এই মুহূর্তে সর্বজনবিদিত। নিত্যদিন সংবাদ শিরোনামে উঠে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা। তবে পিছিয়ে নেই বিজেপিও। গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের কথা নিত্যদিন সংবাদ শিরোনামে না উঠতে পারলেও তাঁদের গোষ্ঠীদ্বন্দ্বের কথা কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের কানে। আর তারপরেই কেন্দ্রীয় শীর্ষস্তর থেকে কড়া নির্দেশ রাজ্য বিজেপিকে। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকে কেন্দ্রীয় শিবিরও বাংলার দিকে নজর দিয়েছে। ইতিমধ্যে বাংলার গেরুয়া শিবিরের সংগঠনকে আরও পোক্ত করতে 5 কেন্দ্রীয় নেতা বাংলার দায়িত্ব নিয়েছেন।

আর তাঁরাই বাংলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথা পৌঁছে দিয়েছেন দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় গেরুয়া শিবিরের কানে। তারপরেই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ এসেছে, দলবদল কিংবা অন্য দল ভাঙার উপর ভরসা না করে নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোর দিকে নজর দিতে হবে বাংলা গেরুয়া শিবিরকে। পাশাপাশি সংগঠন যাতে আরো মজবুত হয়, সেদিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি রাজ্যজুড়ে দলবদল সংক্রান্ত জল্পনা যথেষ্ট বেড়ে উঠেছে। মূলত শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাই যে মুখ্য, সে ব্যাপারে কোন সন্দেহ নেই। কিন্তু কেন্দ্রীয় গেরুয়া শিবিরের নেতারা শুভেন্দু অধিকারীকে মোটেই গুরুত্ব দিতে রাজি নন তা তাঁদের নির্দেশেই পরিষ্কার।

একুশের বিধানসভার নির্বাচনে বাংলার দখল পেতে শুধুমাত্র বিজেপি শীর্ষ কেন্দ্রীয় নেতারাই নন, রাজ্যের দলীয় সংগঠনের দিকে নজর দিতে, তাকে আরো মজবুত করে তুলতে ইতিমধ্যে রাজ্যকে পাঁচটি জোনে ভাগ করে 5 কেন্দ্রীয় নেতা দায়িত্ব নিয়েছেন। এই কেন্দ্রীয় নেতারা রাজ্যে গিয়ে লাগাতার বৈঠক করেছেন দলীয় নেতৃত্বের সঙ্গে। একেবারে তৃণমূল স্তর থেকে তাঁরা আলোচনা শুরু করেছেন বলে জানা যাচ্ছে। এরপর তাঁরা দিল্লি ফিরে গেছেন। এবং সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে যাবতীয় রিপোর্ট জমা দিয়েছেন। সেই রিপোর্টের ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব রাজ্য বিজেপি নেতাদের কড়া নির্দেশ দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গেরুয়া শিবিরের আশঙ্কা, 2021 এর বিধানসভা নির্বাচন জেতার জন্য যেহেতু সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছেন তাঁরা, তাই এই নির্বাচনে দাঁড়ানোর টিকিট পেতে বহু ছোট বড় নেতারাই উন্মুখ হবেন। আর সেই সূত্রেই দলে গোষ্ঠীদ্বন্দ্বের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ফলস্বরূপ, একুশের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির পড়তে পারে ব্যাপক বিপর্যয়ের মুখোমুখি। তাই আগেভাগেই সংগঠন নিয়ে সাবধানবাণী দিয়েছেন কেন্দ্রীয় শিবিরের নেতারা। অন্যদিকে চলতি মাসেই বাংলায় আবার আসতে পারেন অমিত শাহ এবং জে পি নাড্ডা। রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রীয় নেতারা রাজ্যে এসে নতুন করে একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আবারও ব্লু প্রিন্ট তৈরি করবেন।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে কেন্দ্রীয় গেরুয়া শিবিরের নেতাদের বাংলা নিয়ে সবথেকে বড় ভয় দলীয় অন্তর্দ্বন্দ্ব। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা বাংলার বিজেপি শিবিরের অন্তর্দ্বন্দ্বের পরিচয় পেয়েছেন বলেই মনে করা হচ্ছে। আর সেক্ষেত্রে রাজ্যের উচ্চ পর্যায়ের নেতারাই অন্তর্দ্বন্দ্বে জড়িয়েছেন বলে জানা যায়। তাই কেন্দ্রীয় বিজেপি শিবির বাংলার বিজেপির সাংগঠনিক জোর বাড়ানোর ক্ষেত্রে ব্যাপক নজর দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে সবার আগে গোষ্ঠীকোন্দল বন্ধের দিকেই তাঁরা নজর দিচ্ছেন বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের।

আপনার মতামত জানান -

gos

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!