এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গোটা ভারতে পরীক্ষা! রাজনীতির কথা ভাবতে গিয়ে ছাত্রদের কোমর ভাঙার চেষ্টা বাংলায়? প্রশ্ন দিলীপের

গোটা ভারতে পরীক্ষা! রাজনীতির কথা ভাবতে গিয়ে ছাত্রদের কোমর ভাঙার চেষ্টা বাংলায়? প্রশ্ন দিলীপের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজনৈতিক জগতে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব এখন সর্বজনবিদিত। বিভিন্ন সময়ে এই দুই দলের নেতাদের একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে দেখা যায়। অন্যদিকে 2021 এর বিধানসভা নির্বাচন জিততে একদিকে যেমন তৃণমূল মরিয়া, তেমনি অন্যদিকে বিজেপিও একুশের নির্বাচনকে করেছে পাখির চোখ। বিধানসভা নির্বাচন যত কাছে আসছে, ততই আক্রমণের ধার বাড়ছে এই দুই রাজনৈতিক যুযুধান শিবিরের। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সম্প্রতি করোনা মহামারীর মতো একইভাবে রাজনৈতিক মহামারী ছড়ানোর জন্য দায়ী করেছেন।

আর এই সব কিছু নিয়েই এবার পাল্টা আক্রমণে সামিল হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রাজনৈতিক মহামারীর দায়ভার এদিন তিনি চাপিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উপরেই। এর সাথেই তিনি নিট এবং জেইই নিয়ে রাজ্যের ভূমিকার তীব্র সমালোচনা করেন। শুক্রবার বিকেলে দিলীপ ঘোষ নিজের বাড়িতেই সাংবাদিক বৈঠক ডাকেন। এবং এই বৈঠকেই তিনি রাজ্য সরকারের লকডাউন ডাকা নিয়ে তীব্র কটাক্ষ করেন।

অন্যদিকে তিনি অভিযোগ করেন, করোনা পরিস্থিতিতে শাসকদলের মিটিং মিছিল চলছে। কিন্তু বিজেপি কিছু করলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সম্প্রতি দেশের বিরোধীদলের বেশকিছু নেতা একজোট হয়েছিলেন ভার্চুয়াল বৈঠকে আর সেখানেই নিট এবং জেইই পরীক্ষার বিষয়ে তুমুল অভিযোগ করা হয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সেই প্রসঙ্গ নিয়ে এদিন রাজ্য বিজেপি সভাপতি জানান, সমস্ত রাজ্যের পরীক্ষার্থীরাই পরীক্ষা দেবে। সে জায়গায় যদি বাংলার পরীক্ষার্থীরা পরীক্ষা না দেয়, তাহলে তাদের ক্ষতি হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি অভিভাবকদের এদিন আবেদন করেছেন শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না করতে। পাল্টা রাজ্যকে তিনি নির্দেশ দেন, শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে রাজ্যকে। এ প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, তিনি শুধু রাজনীতির কথা ভাবেন, ছাত্রদের কথা নয়। এদিনের সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, একুশের নির্বাচনে মানুষ গেরুয়া শিবিরকে জয়ী হতে সাহায্য করবে।

তবে দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠক নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। কারণ দিলীপ ঘোষের বাড়ির 7 জন কর্মচারী এই মুহূর্তে করোনা আক্রান্ত বলে জানা গেছে। সে জায়গায় হোম কোয়ারেন্টাইনে না থেকে তিনি কিভাবে সাংবাদিক বৈঠক ডাকলেন, তা নিয়ে তুমুল আলোড়ন হচ্ছে। শাসকদলের পক্ষ থেকেও দিলিপের এই সাংবাদিক বৈঠক সম্পর্কে কটাক্ষ করা হয়েছে। এমনকি গেরুয়া শিবিরের অন্দরেও দিলিপের ডাকা সাংবাদিক বৈঠক নিয়ে প্রশ্ন উঠছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!