এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গোটা নির্বাচনেই যাতে কথা বলতে না পারেন, তার ব্যবস্থা করা উচিত” মমতার প্রচারে নিষেধাজ্ঞার পরেই মন্তব্য বিজেপি নেতার!

“গোটা নির্বাচনেই যাতে কথা বলতে না পারেন, তার ব্যবস্থা করা উচিত” মমতার প্রচারে নিষেধাজ্ঞার পরেই মন্তব্য বিজেপি নেতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার রাতে রীতিমত বিজ্ঞপ্তি জারি করে 24 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে স্বাগত জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে মহিলা দিয়ে ঘেরাও করার কথা বলার পাশাপাশি বেশকিছু প্ররোচনামূলক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে অভিযোগ। আর তারপরই কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বড় পদক্ষেপ।

যেখানে সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার বিরোধিতা করা হলেও, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে নির্বাচনে কথা বলতে না পারেন, তার ব্যবস্থা নেওয়া উচিত বলে দাবি করে বসলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কার্যত স্বাগত জানান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের জারি করা নিষেধাজ্ঞাকে স্বাগত জানাচ্ছি। তিনি যাতে গোটা নির্বাচনে কথা না বলতে পারেন, সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত। নিজের হারের বিষয়টা বুঝে গেছেন। তাই এই ধরনের ষড়যন্ত্র করছেন। উনি পরিকল্পনা করে নির্বাচনের সময় অশান্তি করছেন।একবারও বলেননি, বাংলার শান্তিতে নির্বাচন হোক। গদি রাখার জন্য তিনি কত নিচে নামতে পারেন, শীতলকুচি তার জ্বলন্ত উদাহরণ।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ তৃণমূল নেত্রীর নির্বাচনী প্রচারে কমিশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলে তৃণমূলের পক্ষ থেকে এই গোটা ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হচ্ছে। তবে তারপরেও যেভাবে বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এই নির্বাচনে বন্ধ করে দেওয়া উচিত বলে দাবি করে বসলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের একাংশ বলছেন, তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যদি প্রচার বন্ধ করে দেন, তাহলে তৃণমূলের পক্ষে তা অত্যন্ত চাপের কারণ হবে। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক মন্তব্যকে হাতিয়ার করে 24 ঘণ্টা তার প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যার ফলে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এই বিষয়টিকে হাতিয়ার করে পথে নামলেও, প্রচার প্রক্রিয়ার দিক থেকে তারা যে অনেকটাই পিছিয়ে পড়তে শুরু করল, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু 24 ঘন্টার প্রচার বন্ধ করা নয়, যাতে তিনি গোটা নির্বাচনে আর কথা বলতে না পারেন, এবার সেই বন্দোবস্ত করা উচিত বলে দাবি করে বসলেন কামারহাটির বিজেপি প্রার্থী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!