এখন পড়ছেন
হোম > রাজ্য > গত চার মাস ধরে বেতন নেই কোভিড হাসপাতালের সাফাই কর্মীদের! প্রতিবাদে অবশেষে বন্ধ করলেন কাজ!

গত চার মাস ধরে বেতন নেই কোভিড হাসপাতালের সাফাই কর্মীদের! প্রতিবাদে অবশেষে বন্ধ করলেন কাজ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউনের মধ্যে রুজিরুটি বন্ধ অনেকেরই। নুন আনতে অনেকেরই পান্তা ফুড়িয়েছে।আর এই পরিস্থিতিতে দিনের পর দিন বিনা পারিশ্রমিকে কাজ চালিয়ে এবার রীতিমতো কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শ্রমিক-কর্মচারীরা।সূত্রের খবর, বিনা পারিশ্রমিকে কাজ পরিচালনার জন্য এবার পুজোর মুখে সেই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে সাফাই কর্মীরা।

বস্তুত, প্রায় চার মাস ধরে বিনা পারিশ্রমিকে কাজ করছেন এই সমস্ত কর্মচারীরা। গত 15 সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে তারা বেতন না পাওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয়। যার ফলে এখন সেই হাসপাতালে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই সাফাই কর্মীরা তাদের কাজ বন্ধ করে দেওয়ায় সঠিকভাবে জায়গা পরিষ্কার না হওয়ায় নার্স এবং চিকিৎসকদের কাজ করতে অসুবিধে হচ্ছে বলে খবর। যার ফলে গোটা হাসপাতালের পরিকাঠামো কার্যত শিকেয় উঠেছে। কিন্তু কেন সাফাই কর্মীদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না? যদি তারা লকডাউনের মধ্যে এই কাজে তাদের পারিশ্রমিক না পান, তাহলে তাদের সংসার চলবে কি করে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, হাসপাতালের সিকিউরিটি স্টাফেরা গত এপ্রিল মাস থেকে বেতন পায়নি। গত চার মাস ধরে ঠিকমতো বেতন পাচ্ছেন না সাফাই কর্মীরা। তারা মূলত ঠিকাদারদের কাছ থেকে বেতন পান‌। আর এই ঠিকাদারদের বরাদ দেয় সরকার‌। কিন্তু গত চার মাস সরকার নিযুক্ত ঠিকাদার বেতন দেয়নি এই সাফাই কর্মীদের। আর তার প্রতিবাদেই তারা এখন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, একদিকে লকডাউনের মধ্যে প্রতিটি ক্ষেত্রেই ব্যাপক সমস্যা শুরু হয়েছে। আর তার মধ্যে যেভাবে এই ক্ষেত্রে সাফাই কর্মীরা কর্মবিরতির ডাক দিলেন শুধুমাত্র পারিশ্রমিক না পাওয়ায় অভিযোগে, তাতে হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা কার্যত বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতির সমাধান কবে হয়, কবে কর্মবিরতি তুলে নেন সাফাই কর্মীরা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!