এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গত আট বছরে রাজ্যে যে পরিমাণ রাস্তা হয়েছে, তা একশো বছরেও হয়নি, দাবি মমতার

গত আট বছরে রাজ্যে যে পরিমাণ রাস্তা হয়েছে, তা একশো বছরেও হয়নি, দাবি মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ সময় ধরে লকডাউনের কারণে উপযুক্ত নজরদারির ও সংস্কারের অভাব, ভারী যানবাহন চলাচল ও বর্ষার কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বহু গ্রামীণ রাস্তার অবস্থা হয়ে পড়েছে অত্যন্ত বেহাল। এর ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা মেরামতের জন্য আবেদন জানানো হয়েছে সরকারের কাছে। রাজ্যে বিভিন্ন এলাকা থেকে গ্রামবাসীরা ‘দিদিকে বলো’ কর্মসূচি ও মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে বেহাল হয়ে পড়া এই রাস্তাগুলির সংস্কারের দাবি জানিয়েছেন একাধিকবার। এরপর মুখ্যমন্ত্রী বেহাল গ্রামীণ রাস্তাগুলোর সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেন। এই উদ্দেশ্যে কিছুদিন আগে রাজ্যের সমস্ত বেহাল রাস্তা গুলোর তালিকা তৈরির নির্দেশ দেন প্রশাসনিক আধিকারিকদের। অল্প কিছুদিনের মধ্যেই প্রস্তুত হয় বেহাল রাস্তার তালিকা। যে তালিকাতে দেখা যায়, রাজ্যে ৭০০০ কিমি গ্রামীণ সড়ক রয়েছে যেগুলো দ্রুত মেরামতের প্রয়োজন। এরপর এই বেহাল রাস্তার মেরামতের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

গতকাল বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ধনতলায় পথশ্রী অভিযানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এই অভিযানে রাজ্যের ১২ হাজার কিলোমিটার রাস্তার সংস্কার করা হবে ও সেইসঙ্গে গ্রামের রাস্তার সঙ্গে সংযোগ ঘটানো হবে শহরের রাস্তার। রাজগঞ্জে মুখ্যমন্ত্রী নিজের হাতে ইটের ওপর সিমেন্ট ঢেলে দিয়ে এই অভিযান এর সূচনা করলেন। রাজগঞ্জের সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে শুরু হলো এই অভিযান।

গতকালের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটনমন্ত্রী গৌতম দেব, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এমভি রাও প্রমুখেরা সহ জলপাইগুড়ি জেলা প্রশাসনের বেশকিছু গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ আধিকারিক। গতকালের এই অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের মোট ১২ হাজার কিলোমিটার রাস্তার পুন্ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এর কর্মসূচি গ্রহণ করা হলো। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন, ” সড়ক হলে সভ্যতা এগয়। পথই দিশা দেখায়। উন্নয়নের চাবিকাঠি হল রাস্তা।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানালেন যে, পথশ্রী প্রকল্পে পুরনো রাস্তার যেমন সংস্কার করা হবে, তেমনই নির্মাণ করা হবে নতুন রাস্তা। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ১৫ দিনের মধ্যে কিছু রাস্তার কাজ চলবে। তারপর আবার নতুন রাস্তার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, যদি কোন রাস্তার কাজ না হয়, তবে তা সরকারকে জানাতে। এজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

গতকালের এই অনুষ্ঠানে পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানালেন, ” ইংরেজ আমল থেকে গত প্রায় ১০০ বছরে রাজ্যে রাস্তা তৈরি হয়েছে মাত্র ৯২ হাজার ২৩ কিলোমিটার। ২০১১ সালের মে মাসে রাজ্যে ক্ষমতায় আসি আমরা। মাত্র আট বছরে রাজ্যে রাস্তা তৈরি হয়েছে ৩ লক্ষ ১৬ হাজার ৭৩০ কিলোমিটার।”

এদিকে আজ শুক্রবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। তাই গতকাল জাতির জনককে সম্মান জানাতে পথশ্রী অভিযান মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানালেন যে, এই প্রকল্পে যে সংস্থা নতুন রাস্তা নির্মাণ করবে, সেই সংস্থাকেই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করতে হবে। রাস্তা নির্মাণের পর তিন বছরের মধ্যে যদি সেই রাস্তা খারাপ হয়ে যায় তবে সেই রাস্তা ঠিক করে দিতে হবে সংস্থাকেই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানালেন যে, এ কাজে কেউ যদি বাধা দেয়, তবে তার জন্য উপযুক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, ” উন্নয়নে কোনও বাধা মেনে নেব না। পথই হল দিশা, প্রগতি। তাই সব গ্রামের সঙ্গে বড় রাস্তার যোগাযোগ করা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!