এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গত বিধানসভায় বিজেপি প্রার্থী প্রভাবশালী আদিবাসী নেতা তৃণমূলে যোগ দিয়েই আনলেন বিস্ফোরক অভিযোগ

গত বিধানসভায় বিজেপি প্রার্থী প্রভাবশালী আদিবাসী নেতা তৃণমূলে যোগ দিয়েই আনলেন বিস্ফোরক অভিযোগ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাড়ছে দলবদলের খেলা। আগামী বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই ক্রমশ বাড়ছে দলবদল। এই পরিস্থিতিতে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির আদিবাসী সম্প্রদায়ের নেতা লিওস কুজুর। বিজেপি নেতা লিওস কুজুর গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন। তিনি অভিযোগ করেছেন যে, আদিবাসীদের বাড়িতে গিয়ে বিজেপি নেতারা খাওয়া-দাওয়া করেছেন। কিন্তু তাদের উন্নয়নের জন্য কোনো চেষ্টা করেন নি তাঁরা। বরং আদিবাসীদের উপর অত্যাচার করেছে বিজেপি। এর সঙ্গেই গতকাল রাজ্যপালের প্রতি বিক্ষোভ ও সেইসঙ্গে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে অভিযোগ তুলতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে।

আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপির নেতা নেত্রীদের মধ্যে ক্রমস বাড়ছে বাক যুদ্ধ। সেইসঙ্গে তীব্র হচ্ছে দুই দলের রাজনৈতিক প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন আদিবাসী বিজেপি লিওস কুজুর। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কুমারগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী হয়েছিলেন। সেবার তিনি ৪৫ হাজারের বেশি ভোট পেয়েছিলেন। আবার, আলিপুর, জলপাইগুড়িতে বিজেপির ট্রেড ইউনিয়নের দীর্ঘদিনের নেতা ছিলেন তিনি। গতকাল তৃণমূলে যোগদান করেছেন তিনি তৃণমূল ভবনে গিয়ে। তৃণমূলের দলীয় পতাকা হাতে নেওয়ার পর তাঁকে দলে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও মন্ত্রী মলয় ঘটক।

বিজেপি নেতা লিওস কুজুরের তৃণমূলে যোগদান প্রসঙ্গে গতকাল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতেই বিজেপি নেতা লিওস কুজুর যোগ দিলেন তৃণমূলে। তিনি জানালেন যে, বিজেপি নেতা লিওস কুজুরের সঙ্গে সঙ্গে গতকাল আরো কুড়ি জন স্থানীয় নেতা ও কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, গতকাল সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রাক্তন বিজেপি নেতা লিওস কুজুর জানিয়েছেন যে, আদিবাসীদের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প গ্রহণ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো জয় জোহার প্রকল্প। এছাড়া তিনি আরও জানালেন যে, তৃণমূল সরকার আদিবাসীদের কর্মসংস্থান, বিরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। এ কারণে উন্নয়ন যজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগদান করলেন তিনি। বিজেপির প্রতি তিনি অভিযোগ করেছেন যে, বিজেপি আদিবাসীদের প্রতিশ্রুতি দিয়েছে শুধু। আদিবাসীদের বাড়িতে গিয়ে বিজেপি নেতারা লোকদেখানো মধ্যাহ্নভোজ করেছেন বলে তিনি কটাক্ষ করলেন।

অন্যদিকে, গতকাল রাজ্যপালের অপসারনের দাবি করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যপালের প্রতি তাঁর বক্তব্য, রাজ্যপালকে অবিলম্বে তার পদ থেকে অপসারিত করা উচিত। তিনি অভিযোগ করেছেন যে, রাজ্যপাল রাজ্যপালের মতো না হয়ে বিজেপির একজন কর্মকর্তার মত কাজ করছেন। নিজের দায়িত্ব তিনি ভুলে গিয়েছেন।

এর সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কেন্দ্রকে আক্রমণ তিনি জানালেন যে, ৮৫ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা আছে। কিন্তু কখনও ১০০০ বা ২০০০ কোটি টাকা তুলে দিয়ে রাজ্যের নামে অপপ্রচার চালাচ্ছে বিজেপি। তিনি অভিযোগ করেছেন যে, দলিত, আদিবাসী, তফসিলি সম্প্রদায়ের বাড়িতে নির্বাচনের আগে যান বিজেপি নেতারা। কিন্তু নির্বাচনের পরে অত্যাচার করা হয় তাদের ওপরেই।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!