এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > গতকাল হুঁশিয়ারি, আজ দিলীপের বাড়ির সামনেই বিক্ষোভে তৃনমূল!

গতকাল হুঁশিয়ারি, আজ দিলীপের বাড়ির সামনেই বিক্ষোভে তৃনমূল!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল খড়্গপুরে একটি রাস্তার উদ্বোধন করতে যান সেখানকার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে ঘিরে তৃণমূল বিক্ষোভ দেখায়। যদিও বা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তাদের পাল্টা হুশিয়ারি দেন দিলীপ ঘোষ। আর তার সেই মন্তব্যকে অনেকেই ঠিক ভাবে নিতে পারেননি। যদিও বা আজকেও দিলীপ ঘোষ সকালে জানিয়েছিলেন, তিনি নিজের অবস্থানে অনড়। আর গতকাল দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে আজ তার বাড়ির সামনেই বিক্ষোভ শুরু করে দিলো তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে উত্তপ্ত খড়্গপুরের রাজনীতি।

সূত্রের খবর, এদিন খড়্গপুরে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে তার বাড়ির সামনে বিক্ষোভ শুরু করে দেয় তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এলাকা জুড়ে। তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ করা হলে পাল্টা শাসকের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় বিজেপিকে। যদিও বা যখন দিলীপ ঘোষের বাড়ির সামনে এই বিক্ষোভ করছিল তৃণমূল, তখন বাড়িতে ছিলেন না মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!