এখন পড়ছেন
হোম > জাতীয় > সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে উঠে এল নতুন তথ্য – জানলে চমকে উঠবেন

সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে উঠে এল নতুন তথ্য – জানলে চমকে উঠবেন


বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের ৯ মাস বাদে পুলিশ চার্জশিট চূড়ান্ত করলো। পুলিশের তৈরী ১২ পাতার এই চার্জ শিটে উঠে এসেছে নানা অজানা এবং চাঞ্চল্যকর তথ্য। চার্জশিটে রয়েছে এই হত্যা কাণ্ডের মূল অভিযুক্ত নবীন কুমারের জবানবন্দী। পুলিশকে দেওয়া নবীন কুমারের বয়ান অনুসারে সে গুলি সরবরাহ করলেও গৌরী লঙ্কেশকে খুন করেনি। নবীন কুমারের আগ্নেয়াস্তের ডিলার তাই সে গুলি সরবরাহ করেছিলো। পুলিশের জেরায় নবীন একথাও স্বীকার করে নেয় যে  যুক্তিবাদী অধ্যাপক কেএস ভাগবনকে হত্যার পরিকলনা তাঁর নিজেরই ছিলো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশ সূত্রে জানা গেছে জেরার মুখে পড়ে নবীন কুমার জানিয়েছেন সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যা করার আগে তাঁর বাড়ির বাইরে একাধিক কোণ থেকে রেইকি করা হয়েছিল। জানা যাচ্ছে অভিযুক্ত নবীন কুমার হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়াও তিনি ২০১৪ সালে হিন্দু যুব সেনা নামে একটি সংগঠন তৈরী করেন। এরপরে হিন্দু জনগ্রুতি সমিতির সভায় গিয়ে তাঁর পরিচয় হয়েছিলো এই হত্যার খুনি ব্যক্তি জনৈক প্রবীণের সাথে। সেই আলাপের সূত্রেই প্রবীণ একদিন নবীনের বাড়ি গিয়ে গুলি কেনার আগ্রহ প্রকাশ করে । নবীন তাঁকে গুলি সরবরাহ করে। নবীনের বয়ান অনুসারে প্রবীণ তাঁকে সেখানেই বলেন যে গৌরী লঙ্কেশকে শীঘ্রই হত্যা করা হবে এবং সেই হত্যাকান্ডের ভালো ধরণের গুলির কেনার বিষয়েও পরামর্শ করেন বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে এই হত্যাকাণ্ডের খসড়া করা হয়েছিলো বেঙ্গালুরু এবং বেলগামে। এবং শেষে ৫ই সেপ্টেম্বর নিজ বাসভবনে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুন হন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!