এখন পড়ছেন
হোম > জাতীয় > গৌরী লঙ্কেশ হত্যাকান্ডে প্রধান অভিযুক্তর ধর্ম নিয়ে অভিযুক্তর ধর্ম নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি

গৌরী লঙ্কেশ হত্যাকান্ডে প্রধান অভিযুক্তর ধর্ম নিয়ে অভিযুক্তর ধর্ম নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি


গত বছর সেপ্টেম্বরে রহস্যজনকভাবে নিজের বাড়িতেই খুন হয়েছিলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ। এই খুনের তদন্তে নেমে কিছুদিন আগেই গ্রেফতার করা হয় পরশুরাম ওয়াঘমোরেকে।  হেফাজতে নেওয়ার পর পুলিশি জেরায় উঠে আসে বেশ কিছু অবিশ্বাস্যকর একাধিক তথ্য। পরশুরাম ওয়াঘমোর (২৬ বছর) জানালেন যে, তিনি যখন গৌরী লঙ্কেশকেকে গুলিবিদ্ধ করছিলেন তখনও তিনি জানতেন না কাকে তিনি খুন করছেন। তাকে বলা হয়েছিলো ধর্মকে রক্ষা করতে একজনকে পৃথিবী থেকে সরাতে হবে। তিনি কাকে হত্যা করতে হবে সে পরিচয় দেওয়া হয়নি। তবুও ধর্মরক্ষা করার খাতিরে তিনি এ প্রস্তাবে রাজি হয়ে যান। তবে এখন তিনি আফসোস করছেন যে ওই  সাংবাদিকদের বুকে চারটি গুলি না বিঁধলেই পারতেন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনটাই জানা গেলো সিবিআই তরফ থেকে। তিনি আরো জানালেন যে, তাকে প্রথমে বাইকে বসিয়ে গৌরী লঙ্কেশের বাড়ি চিনিয়ে দেওয়া হয়। তারপর একদিন সাংবাদিকের বেঙ্গালুরুর আরনগরের বাড়ির সামনে পৌছে দেওয়া হয় তাকে। কিন্তু তখন গৌরীদেবী বাড়ির ভেতরে থাকায় উদ্দেশ্য সফল করা যায়নি। তারপর ফের উদ্যোগ নেওয়া হয় ২০১৭ সালের ৫ সেপ্টেম্বরে। ওদিন বিকেল ৪ টে নাগাধ তিনি পৌছে যান লঙ্কেশের বাড়ির সামনে। বন্দুক হাতে অপেক্ষা করতে থাকেন। সেদিন ভাগ্য তার সঙ্গে
থাকায় গৌরী লঙ্কেশকে পাওয়া যায় বাড়ির সামনে। বাড়ির গেট খুলতে গাড়ি থেকে নামেন তিনি। সেইসময় প্ল্যান মাফিক ওয়াঘমোরে কেশে গৌরীদেবীর মনযোগ আকর্ষণ করেন এবং গৌরীদেবী তাঁর দিকে তাকাতেই চারটি বুলেটে তাকে তাক করে ছুঁড়ে ফেললেন পরশুরাম। রক্তাক্ত অবস্থায় ওই স্থানেই মৃত্যু হয় এই সাংবাদিকের। তৎক্ষনাৎ ওই স্থান থেকে পালান অভিযুক্ত এবং বেঙ্গালুরুর তাঁর জন্যে ভাড়া নেওয়া বাড়িতে এসে ওঠেন। তারপরই ওখান থেকে ফেরার হন তিনি। সিবিআই তদন্তে উঠে আসা এসব স্বীকারোক্তিকে সামনে রেখেই মূল অভিযুক্ত পরশুরাম ওয়াথমোরেকে উপযুক্ত শাস্তি দেওয়া সম্ভব হবে বলেই আশ্বস্ত করেছে গোয়েন্দা বিভাগ। তবে এই হত্যাকান্তের মাস্টার  প্ল্যানারকে ধরা এখনো সম্ভব হয়নি। তবে সে কাজটাও অবিলম্বে করা হবে বলেই জানিয়েছেন সিআইডি দপ্তর।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!