এখন পড়ছেন
হোম > জাতীয় > গোমূত্র পান বা গরুর দুধে সোনা খোজা বাঙালি পছন্দ করছে না? রাজ্য বিজেপির নতুন মুখ এই রাজ্যপাল?

গোমূত্র পান বা গরুর দুধে সোনা খোজা বাঙালি পছন্দ করছে না? রাজ্য বিজেপির নতুন মুখ এই রাজ্যপাল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটা সময় পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তীতে গত 2015 সালের মাঝামাঝি সময়ে তাকে ত্রিপুরার রাজ্যপাল করে পাঠানো হয়। আর তারপর থেকে বাংলা বিভিন্ন বিষয় নিয়ে তিনি মন্তব্য করলেও সেভাবে রাজ্যপাল হওয়ার জন্য রাজনৈতিক ময়দানে নামতে দেখা যায়নি তাকে। কিন্তু এবার সামনে যখন পশ্চিমবঙ্গের 2021 সালের বিধানসভা নির্বাচন, ঠিক তখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন ত্রিপুরার রাজ্যপাল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি তথাগত রায়। বস্তুত, একথা প্রায় সকলেরই জানা যে, 2021 এ বাংলা দখলকে বিজেপি টার্গেট করে নিয়েছে।

তবে সেই বাংলা দখল দিলীপ ঘোষের নেতৃত্বে কতটা সফল হবে, তা নিয়ে বিজেপির অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। কেননা দিলীপবাবুর প্রকাশ্যে করা নানা মন্তব্য নানা সময় অস্বস্তিতে ফেলেছে ভারতীয় জনতা পার্টিকে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে বাংলা থেকে উপস্থিত একগুচ্ছ নেতা দিলীপ ঘোষের কাজকর্ম নিয়ে অভিযোগ জানিয়েছেন বলেও খবর রটতে শুরু করেছিল। আর এমত পরিস্থিতিতে এবার ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বাংলার রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। ইতিমধ্যেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তার এই ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন বলে খবর। শুধু তাই নয়, সাম্প্রতিককালে দিলীপ ঘোষের গরুর দুধের সোনা পাওয়া যাওয়া থেকে শুরু করে গোমূত্র পান, নানা বিষয় নিয়ে মন্তব্যে যে তিনি মোটেই খুশি নন, তাও বুঝিয়ে দিয়েছেন তথাগতবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোমবার তথাগত রায় বলেন, “রাজ্যপাল মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে এখন করোনা পরিস্থিতির জন্য আমাকে এখানে কাজ চালাতে হচ্ছে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব অনুমতি দিলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমি ফিরব।” আর এরপরই বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নানা মন্তব্যে যে দলের ভাবমূর্তি খারাপ হচ্ছে, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন তথাগত রায়। তিনি বলেন, “গোমূত্র, গোবর, উটমুত্র ইত্যাদি পানের পরামর্শ, গরুর দুধে সোনা খুঁজে পাওয়া, এসব অবৈজ্ঞানিক কথা বাঙালিরা পছন্দ করে না।

এসব আমিও বলি না। কিন্তু এসবের জন্য আমাকে অনেক কুবাক্য সহ্য করতে হয়। সামাজিক মাধ্যমে যখনই আমি কমিউনিস্টদের সম্পর্কে যুক্তিসঙ্গত এবং তথ্যনিষ্ঠ সমালোচনা করি, তখনই আমাকে গোমূত্র পান, গরুর দুধে সোনা খুঁজুন, ইত্যাদি বলে আক্রমণ করা হয়।” স্বভাবতই পশ্চিমবঙ্গের রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা বলে যেভাবে বর্তমান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ করতে শোনা গেল তথাগত রায়কে, তাতে দিলীপবাবু অনেকটাই চাপে পড়লেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি এবার ত্রিপুরার রাজ্যপালের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে অনুমতি দেয়, তাহলে বাংলায় এসে আবার আগের মত সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করবেন তথাগতবাবু?

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এমনটা হয়, তাহলে দিলীপ ঘোষের অস্বস্তি আরও বাড়তে পারে। কেননা এমনিতেই দিলীপ ঘোষের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথাগতবাবু এখন থেকে সোচ্চার হতে শুরু করেছেন। তাই তিনি যদি বাংলার রাজনীতিতে আবার সক্রিয় হয়ে ওঠেন তাহলে তিনি যে দিলীপবাবুর এই সমস্ত মন্তব্যের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানাতে শুরু করবেন, তা বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের আগে এখন তথাগত রায়ের বঙ্গ রাজনীতিতে সক্রিয়তার অভিমুখ কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!