এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > গলল বরফ – উত্তপ্ত রানিগঞ্জে রাজ্যপালের যাওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার

গলল বরফ – উত্তপ্ত রানিগঞ্জে রাজ্যপালের যাওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার

প্রত্যাশামত সব কিছু স্বাভাবিক থাকলে আজ শনিবার আসানসোল-রানিগঞ্জ সফর করবেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উল্লেখ্য গত রবিবার থেকে রামনবমী উৎসবকে কেন্দ্র করে উত্তপ্ত এই শিল্প নগরী। গত কয়েক দিনে এলাকায় নানা বিচ্ছিন্ন হিংসাত্মক ঘটনার মধ্যে যেমন আছে প্রাণনাশের খবর, সেই রকমই আছে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার মতন খবর। দু পক্ষের হানাহানি বোমা বাজির মধ্যে পরে গুরুতর আহত হয়েছেন আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসি (সদর) অরিন্দম দত্ত চৌধুরী।তাঁকে দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আহত এই পুলিশ কর্তাকে দেখার জন্যে গত বুধবার রাজ্য সরকারের কাছে দুর্গাপুরে যাওয়ার আর্জি জানান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। কিন্তু রাজ্যপালের নিরাপত্তা ও ঐ এলাকার অশান্ত পরিবেশের কথা বিবেচনা করে রাজ্যপালকে নিজের ইচ্ছা এই মুহূর্তে মুলতুবি রাখতে অনুরোধ করে রাজ্য সরকার। সূত্রের খবর গতকাল রাজ্যপালের আসানসোল-রানিগঞ্জ সফরের ইচ্ছেতে শেষপর্যন্ত সম্মতি দিয়েছে রাজ্য সরকার। তাই আজই রাজ্যপাল ঘটনাস্থল ঘুরে দেখতে আসানসোল-রানিগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছেন। জানা গেছে এদিন তিনি স্থানীয় প্রশাসনিক কর্তাদের সঙ্গে প্রয়োজনীর বৈঠকও করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!