এখন পড়ছেন
হোম > জাতীয় > গভীর কোমা থেকে এখনো বেরোতে পারেননি! প্রাক্তন রাষ্ট্রপতির সর্বশেষ শারীরিক পরিস্থিতি জেনে নিন

গভীর কোমা থেকে এখনো বেরোতে পারেননি! প্রাক্তন রাষ্ট্রপতির সর্বশেষ শারীরিক পরিস্থিতি জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেইভারতের প্রাক্তন রাষ্ট্রপতি  অবস্থা সঙ্কটজনক এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আসুন এবার জেনে নেওয়া যাক প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা এখন কেমন —

প্রসঙ্গত গত রবিবার রাতে দিল্লিতে নিজের বাসভবনের বাথরুমে গিয়ে পড়ে যান ও পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রাক্তন রাষ্ট্রপতি। মাথায় আঘাতের কারণে সোমবার তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় কারণ তাঁর মাথায় একটি অপারেশনের প্রয়োজন হয়েছিল। অপারেশনের পূর্বে নিয়ম অনুযায়ী তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। তাঁর এই পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছিল। তবে তার শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি।

গতকাল বৃহস্পতিবার ‘আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে’র পক্ষ থেকে থেকে তাঁর শারীরিক অবস্থা প্রসঙ্গে জানানো হয়েছিল, “প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল। তবে তিনি অচেতন অবস্থাতেই আছেন। বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল থাকলেও তিনি গভীরভাবে কোমায় আচ্ছন্ন রয়েছেন। তাঁকে ভেন্টিলেটর সহায়তায় রাখা হয়েছে।” আজ শুক্রবার এই হাসপাতালে তরফ থেকে জানানো হলো, প্রাক্তন রাষ্ট্রপতি শারীরিক শারীরিক অবস্থার কোন অবনতি ঘটে নি, বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল আছে তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া, করোনা সংক্রমণের ফলে তাঁর শ্বাসযন্ত্রে কোন সমস্যা দেখা যায়নি। আজ প্রাক্তন রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় পিতার শারীরিক অবস্থা টুইট করে জানিয়েছেন, “ ৯৬ ঘণ্টার পর্যবেক্ষণ আজ শেষ হচ্ছে। আমার বাবার বিভিন্ন প্যারামিটার এখনও স্থিতিশীল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বাবা সবসময় বলেন, আমি এই দেশকে যতটা দিয়েছি, তার থেকে এই দেশ আমাকে অনেক বেশি কিছু দিয়েছে। দয়া করে ওঁর জন্য প্রার্থনা করবেন। ”

অন্যদিকে বেশ কিছুদিন ধরে সংবাদ-মাধ্যমে প্রচারিত হওয়া প্রণব বাবু শারীরিক অবস্থার অবনতির সংবাদটিকে মিথ্যে বলে উল্লেখ করলেন তাঁর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় ও তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এ প্রসঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন বাথরুমে পড়ে যাবার পূর্ব পর্যন্ত প্রণব বাবুর কোন শারীরিক সমস্যা ছিল না।

এমনকি কিছুদিন আগে তিনি তাঁর গ্রামের বাড়ি কাঠাল পর্যন্ত খেতে চেয়েছিলেন। এজন্যেই মিরাটি থেকে ২৫ কেজি ওজনের একটি কাঁঠাল নিয়ে দিল্লি গিয়েছিলেন দিল্লি গিয়েছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। পিতার সঙ্গে এই কাঁঠালটি ভাগ করে তিনি খেয়েছিলেন। কাঁঠাল খেয়ে কোন সমস্যাও হয়নি প্রণব বাবুর। কিন্তু এর পর রবিবার হঠাৎ বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণয়নবাবু ও অসুস্থ হয়ে পড়েন। যা নিয়ে যথেষ্ট উদ্বেগে ছিলেন অভিজিৎ বাবু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!