এখন পড়ছেন
হোম > রাজ্য > সরকারি নির্দেশ অমান্য করেই এবার বাংলার বুকে খুলতে শুরু করল শপিং সিটি! বাড়ছে বিতর্ক!

সরকারি নির্দেশ অমান্য করেই এবার বাংলার বুকে খুলতে শুরু করল শপিং সিটি! বাড়ছে বিতর্ক!


করোনা পরিস্থিতির মধ্যেই সারাদেশসহ রাজ্যে চলছে চতুর্থ লকডাউন পরিস্থিতি। তার মধ্যেই অনেকাংশে বিধি-নিষেধ আলগা হওয়ার তোড়জোড় শুরু হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, আগামী একুশে মে থেকে লকডাউন নিষেধাজ্ঞা আরও শিথিল হবে। কিন্তু তার আগেই চুঁচুড়া এবং চুঁচুড়া মহকুমার এলাকায় প্রশাসনিক নির্দেশ অমান্য করে খুলে দিল বহু শপিং সিটি, শপিং মল। এই নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে বলে জানা গেছে।

লকডাউন এর চতুর্থ পর্যায়ে কোন কোন বিষয়ে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কেন্দ্র ও রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দোকান – বাজার খোলার ক্ষেত্রেও কিছু কিছু নিয়ম রাখা আছে। বড় দোকান, শপিং মল, শপিং কমপ্লেক্স সম্পূর্ণরুপে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। কিন্তু এই নির্দেশ অমান্য করে কিভাবে চুঁচুড়া মহকুমা ও শহরের ভিতরে একাধিক শপিং সিটি এবং শপিং কমপ্লেক্স খুলে দেওয়া হল, তাই নিয়ে উঠেছে প্রশ্ন।

যেসব শপিং সিটি বা কমপ্লেক্স খুলেছে তাঁদের বেশির ভাগই দেখা যাচ্ছে জামা কাপড়ের দোকান। এই প্রসঙ্গে দোকানদারদের কয়েকজন জানান, তাঁদের গার্মেন্টস ট্রেড লাইসেন্স আছে তাই সরকারের অনুমতি নিয়েই দোকান খোলা হয়েছে। কিন্তু এ প্রসঙ্গে চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি বলেন, বিষয়টি তাঁর বা প্রশাসনের জানা ছিলনা। লকডাউনের মধ্যে যদি দোকান খোলা হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখন শপিংমল খোলা যাবে না। তবে শপিংমল এর মধ্যে যদি কোন অফিস থাকে তাহলে সেটি খোলা যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ অনুসারে আগামী 21 এ মের পর থেকে রাজ্যের সমস্ত বড় বড় দোকান খুলবে। অন্যদিকে হকার্স মার্কেটগুলিও অড ইভেন নীতি মেনে খুলবে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ইতিমধ্যে, অন্যান্য রাজ্যের মতন এই রাজ্যেও আগামী 31 শে মে পর্যন্ত চতুর্থ দফা লকডাউন চলবে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে। হুগলি জেলা অরেঞ্জ জোন হলেও এখনো পর্যন্ত সরকারি নির্দেশ অনুযায়ী বড় দোকান বাজার খোলার ওপর বিধিনিষেধ রয়েছে। সেই অনুযায়ী কোন শপিং কমপ্লেস বা শপিং মল খোলা হলে সংক্রমণ ছড়াতে যে দেরি হবেনা, সেকথা জানাতে ভোলেননি বিশেষজ্ঞরা। সব মিলিয়ে সংক্রমণ আটকাতে যে বিধিনিষেধ চালু করা হয়েছে কেন্দ্র এবং রাজ্য একযোগে, তা মানতে বাধ্য সমস্ত রাজ্যবাসী। না হলে অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠবে সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই। আপাতত চুঁচুড়া মহকুমায় শপিংমল খোলার ব্যাপারে প্রশাসন কোন শাস্তি মূলক সিদ্ধান্ত নেয়, সেদিকে লক্ষ্য রাখবে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!