এখন পড়ছেন
হোম > জাতীয় > সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের পথে মন্ত্রীসভা

সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের পথে মন্ত্রীসভা

ত্রিপুরা রাজ্যে মন্ত্রীসভা গঠনের পর প্রথম বৈঠকেই ধারাবাহিক ভাবে কতগুলি সিদ্ধান্ত নেওয়া হলো । যার মধ্যে অন্যতম হলো সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের বিষয়টি পর্যালোচনা করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনে । এছাড়াও রাজ্যের দুই সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকাণ্ডের তদন্ত-ভার সিবিআই এর কাছে সর্মপণ করা করা চিন্তা করে আইনি পরামর্শ নেওয়ার কথা ও ভাবছে রাজ্য সরকার। ত্রিপুরার প্রাক্তন মহারাজা বীরবিক্রম রাধাকিশোর মানিক্যের নামে আগরতলা বিমানবন্দরের নামকরণের প্রস্তাবে মুখ্যমন্ত্রীর সরকারী ছাপ পরেছে। এদিন নতুন সরকারের ক্যাবিনেট মন্ত্রী প্রাণজিত্‍ সিংহ রায় বললেন, ”চড়িলাম বিধানসভা কেন্দ্রে নির্বাচন সোমবার। নির্বাচনী আচরণবিধি জারি থাকায় নির্দিষ্ট কোনও নতুন ঘোষণা করা যায় না। এর বেশি কিছু তাই বলতে পারব না।” উল্লেখ্য নব গঠিত মন্ত্রীসভার স্বরাষ্ট্র, পূর্ত, সাধারণ প্রশাসন, শ্রম, তথ্য ও সংস্কৃতি দফতর নিজের দখলে রেখেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা পেয়েছেন অর্থ ও বিদ্যুত্‍ দফতর।সুদীপ রায় বর্মণ স্বাস্থ্য এবং শিল্প ও বাণিজ্য বিভাগের দায়িত্ব পেলেন। প্রাক্তন কংগ্রেসী প্রবীণ নেতা রতনলাল নাথকে দেওয়া হয়েছে শিক্ষা ও আইন দফতরের দায়িত্ব। আইপিএফটি সভাপতি এন সি দেববর্মা পেলেন রাজস্ব ও মত্‍স্য দফতর দায়িত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!